সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামছে পাকিস্তান-জিম্বাবুয়ে

সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামছে পাকিস্তান-জিম্বাবুয়ে

অনলাইন ডেস্ক

তিন টি-টোয়েন্টি ম্যাচের শেষ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও জিম্বাবুয়ে। আগের দুইম্যাচে দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। হারারেতে শেষ ম্যাচটি তাই হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারণী বা অলিখিত ফাইনাল হিসেবে।

তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

প্রথম ম্যাচে জিতলেও, দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১২০ রানের টার্গেটই তাড়া করতে পারেনি বাবর আজমের দল। ব্যাটিং ইউনিট নিয়ে তাই একেবারে নির্ভার থাকতে পারছে না সফরকারীরা।

শেষ দুই ম্যাচে শাহিন আফ্রিদি ও হাসান আলিকে বিশ্রামে রাখার কথা ভেবেছিল পাকিস্তান।


আরও পড়ুনঃ


ইসরায়েলে করোনায় দৈনিক মৃত্যু নেমে এসেছে শূন্যে

বিজ্ঞানীদের সতর্কবার্তার পরও পাত্তা দেয় নি ভারত

দিনরাত জ্বলছে চিতার আগুন, দিল্লিতে আবারও লকডাউন

মজার ছলে করোনা ছড়িয়ে বেড়ানোর দায়ে একজন গ্রেপ্তার!


কিন্তু সিরিজ হারের শঙ্কা মাথায় নিয়ে, শেষ ম্যাচে এই দুই পেসারকে মাঠে নামিয়েও দিতে পারে তারা।

একাদশে আসতে পারে আরও দু-একটি পরিবর্তন।

এদিকে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো পাকিস্তানকে হারিয়ে, ইতিহাসের সামনে দাঁড়িয়ে জিম্বাবুয়ে। প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বপ্নও দেখছে তারা।

news24bd.tv / নকিব