পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে মামুনুলের যোগাযোগ ছিল: ডিসি হারুন

পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে মামুনুলের যোগাযোগ ছিল: ডিসি হারুন

নিজস্ব প্রতিবেদক

পাকিস্তানের একটি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে মাওলানা মামুনুল হকের যোগাযোগ ছিল বলে জানিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. হারুন-অর-রশীদ।

রোববার (২৫ এপ্রিল) বিকেলে রিমান্ডে থাকা মামুনুল হকের বিষয়ে সম্মেলনে একথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, ২০০৫ সালে মামুনুল হক পাকিস্তানে যায়। সেখান থেকে পরামর্শ ও প্রশিক্ষণ নিয়ে দেশের বিভিন্ন স্থানে বোমা হামলা, অগ্নিসংযোগ ও সংহিতার ঘটনা ঘটায়।

এছাড়া সরকার উৎখাতে মামুনুল সব ধরনের পরিকল্পনাও করে।

আরও পড়ুন


ব্রাহ্মণবাড়িয়া তাণ্ডব: মসজিদের মাইকে গুজব ছড়ানোয় ২ ইমাম গ্রেপ্তার

আবদুল কাদেরের মুক্তি দাবি মির্জা ফখরুলের

মামুনুল হকের শ্বশুর বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা ডিবি হেফাজতে

সহায়তায় বরাদ্দ ৫৮৪ কোটি টাকা, ৩৩৩ নম্বরে কল করলেই পৌঁছে যাবে খাদ্য


ডিসি হারুন বলেন, পাকিস্তানের একটি গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততা ছিল মামুনুল হকের। ২০০৫ সালে মামুনুল হক পাকিস্তানে যায়। সেখান থেকে পরামর্শ ও প্রশিক্ষণ নিয়ে দেশের বিভিন্ন স্থানে বোমা হামলা, অগ্নি সংযোগ ও সংহিতার ঘটনা ঘটায়।

এছাড়া সরকার উৎখাতে মামুনুল সব ধরনের পরিকল্পনাও করে। পাকিস্তানে ৪০ দিন অবস্থান করে এবং সেখান থেকে জঙ্গি ও উগ্রবাদী মতাদর্শ নিয়ে দেশে ফেরে মামুনুল।

news24bd.tv আহমেদ