পাকিস্তানের প্রথম নারী আম্পায়ার হুমায়রা ফারাহ

পাকিস্তানের প্রথম নারী আম্পায়ার হুমায়রা ফারাহ

অনলাইন ডেস্ক

নানা বাধা পেরিয়ে পাকিস্তানের প্রথম নারী আম্পায়ার হিসেবে নিজের নাম লেখালেন হুমায়রা ফারাহ। এই পথ চলাটা মোটেও সহজ ছিলো না বলে জানান, হুমায়রা ফারাহ। প্রথম দিকে ধারণা ছিলো হয়তোবা নারীরা আম্পায়ার হতে পারবে না। কিন্তু চ্যালেঞ্জ নিয়ে এই দায়িত্ব পালন করে সফল হয়েছি।

হুমায়রা ফারাহর জন্ম পাকিস্তানের লাহোরে। ক্যারিয়ারে ১৭০টি ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্বপালন করেছেন তিনি। কলেজে থাকাকালীন হকি খেলার সঙ্গে জড়িয়ে পড়েন। খেলেছেন পাকিস্তান জাতীয় দলের হয়েও।

হুমায়রাকে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে স্পোর্টস সায়েন্সের ভর্তি করিয়ে দেন তার বড় ভাই। পড়া শেষ করে লাহোরের গ্যারিসন বিশ্ববিদ্যালয়ে স্পোর্টস বিভাগে কাজ শুরু করেন। বিশ্ববিদ্যালয়টিতে ফারহার কাজ করার অভিজ্ঞতা ২৮ বছরের। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ডিরেক্টর হিসেবে কাজ করছেন।

আরও পড়ুন


ব্রাহ্মণবাড়িয়া তাণ্ডব: মসজিদের মাইকে গুজব ছড়ানোয় ২ ইমাম গ্রেপ্তার

আবদুল কাদেরের মুক্তি দাবি মির্জা ফখরুলের

মামুনুল হকের শ্বশুর বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা ডিবি হেফাজতে

সহায়তায় বরাদ্দ ৫৮৪ কোটি টাকা, ৩৩৩ নম্বরে কল করলেই পৌঁছে যাবে খাদ্য


২০০৫ সালে আম্পায়ার হওয়ার প্রাথমিক কোর্স করেন ফারাহ। প্রথম নারী হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্যানেল ওয়ান ও টু কোর্সে পাস করেন। একই বছর আম্পায়ার হিসেবে অভিষেক হয় তার।

ফারাহ বলেন, এই পেশায় প্রথমবারের মতো যখন জড়িত হই তখন মানুষ নানা কথা বলতে থাকে। লম্বা সময়ের জন্য মাঠের দায়িত্ব পালন করতে হবে। নারী হওয়ার কারণে আমাকে নিরুৎসাহিত করা হয়। যদিও আমি চ্যালেঞ্জ গ্রহণ করে সফল হই।

news24bd.tv আহমেদ