করোনার প্রথম ডোজ প্রদান বন্ধ

করোনার প্রথম ডোজ প্রদান বন্ধ

অনলাইন ডেস্ক

করোনা টিকার প্রথম ডোজ প্রদান আজ রোববার থেকে বন্ধ হয়ে যাচ্ছে। আগামীকাল সোমবার (২৬ এপ্রিল) হতে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা গেছে।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশ জানিয়ে কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির লাইন ডিরেক্টর (এমএনসিএন্ডএইচ) ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক স্মারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে সংশ্লিষ্টদের।

স্মারকে বলা হয়েছে, ‘আগামী ২৬ এপ্রিল ২০২১ হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের ১ম ডোজ টিকা প্রদান সাময়িকভাবে বন্ধ থাকবে।

আজ রোববার প্রকাশিত স্মারকটিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সকল জেলার সিভিল সার্জন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (সকল সিটি কর্পোরেশন) ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে (সকল উপজেলা) নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন


ভারত সীমান্ত দুই সপ্তাহের জন্য বন্ধের সিদ্ধান্ত

দেশে করোনায় মৃত্যু ১১ হাজার ছাড়াল

বিএনপি নেতা ব্যারিস্টার জিয়ার দাফন বনানীর বুদ্ধিজীবী কবরস্থানে

মামুনুলের ‘রাবেতাতুল ওয়ায়েজীন’ সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিলো ‘শিশুবক্তা’


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গতকাল ২৪ এপ্রিল পর্যন্ত ৫৭ লাখ ৯৮ হাজার ৮৮০ জনকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।

অন্যদিকে গত ৮ এপ্রিল দ্বিতীয় ডোজ দেওয়া শুরুর পর এ পর্যন্ত ২১ লাখ ৫৫ হাজার ২৯৬ জন এই টিকা নিয়েছেন।

সব মিলিয়ে ৭৯ লাখ ৫৪ হাজার ১৭৬ জনকে করোনা ভাইরাসের টিকা দেওয়া হয়েছে।

সে হিসাবে স্বাস্থ্য অধিদপ্তরের হাতে এখন টিকা আছে ২২ লাখ ৪৫ হাজার ৮২৪ ডোজ।

news24bd.tv / কামরুল