পাশের দেশে প্রতি মিনিটে মারা যাচ্ছে মানুষ: রুমিন ফারহানা

পাশের দেশে প্রতি মিনিটে মারা যাচ্ছে মানুষ: রুমিন ফারহানা

অনলাইন ডেস্ক

অতিমারি করোনার সংক্রমণ বাড়ছে। বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতে ভাইরাসটির অবস্থা ভয়াবহ। চিতায় পুড়ছে ভাইরাসটিতে মৃতদের লাশ। এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছেন বিএনপি নেত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

যা পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

সব ঈদ খুশির না। চারপাশে এত মৃত্যু এত কান্না এত হাহাকার নিয়ে আনন্দ হয় না। পাশের দেশে প্রতি মিনিটে মারা যাচ্ছে মানুষ। আমাদের অবস্থাও খুব ভালো না।

একটু বোঝেন। একটু অক্সিজেনের অভাবে ডাঙ্গায় তোলা মাছের মতো ছটফট করতে করতে মারা গেছে অনেকে।

আপনার সামান্য সচেতনতাতে আপনি বাঁচবেন, আপনার প্রিয়জন বাঁচবে। বহু মানুষ খাবার কষ্ট করছে। চারপাশে কেবল আক্রান্ত আর হারানোর খবর। জীবন হারানো, চাকরি হারানো, প্রিয়জন হারানো আরও কত কিছু।

২০২০ ছিল এক অভিশপ্ত বছর। ২০২১ ও তার ব্যতিক্রম নয়। খুব দেরি হবার আগেই একটু সাবধান হন। এতে নিজে বাঁচবেন, বাঁচবে আপনার প্রিয়জন।