হেফাজত মনে করেছিল দেশের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে: আশরাফুল আলম খোকন

হেফাজত মনে করেছিল দেশের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে: আশরাফুল আলম খোকন

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রীর সাবেক ডেপুটি প্রেস সচিব আশরাফুল আলম খোকন লিখেছেন, অর্বাচীন হেফাজতিরা মনে করেছিল তারা দেশের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। এখন খেলা মাত্র শুরু হয়েছে বলে তিনি মনে করেন। সামজিক যোগযোগ মাধ্যম ফেইসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা লেখেন। News24bd.tv এর পাঠকদের জন্য তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।

তিনি লিখেছেন:

সরকারি ক্ষমতার উপর কোনো ক্ষমতা নাই। এই ক্ষমতা ভাঙতে পারে শুধুমাত্র জনগণ। ধর্মের নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করা যায় মাত্র। ক্ষমতারোহণের রাস্তা অনেক দূর।

কিছু করতে চাইলে জনগণের মৌন সমর্থন হলেও লাগবে।

সরকার চাইলে ওই দিনই হেফাজতের দেশব্যাপী ধ্বংসযজ্ঞ নিয়ন্ত্রণ করতে পারতো। সরকার ছাড় দিয়েছে আর অর্বাচীন হেফাজতিরা মনে করেছে তারা দেশ নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে।

তারা বোঝে নাই ২৬ মার্চ তাদের জন্য শাপলা চত্বরের মতো আরেকটা ট্র্যাপ ছিল। এখন খেলা শুরু হলো মাত্র.....

আশরাফুল আলম খোকন, প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি

news24bd.tv তৌহিদ