ভারতে ৮০ মেট্রিক টন তরল অক্সিজেন পাঠালো সৌদি আরব

ভারতে ৮০ মেট্রিক টন তরল অক্সিজেন পাঠালো সৌদি আরব

অনলাইন ডেস্ক

ভারতে চলছে নভেল করোনাভাইরাসের প্রকোপ। একইসঙ্গে দেশটির একাধিক রাজ্যে দেখা দিয়েছে অক্সিজেনের তীব্র সংকট। এমন ভয়াবহ পরিস্থিেতে ভারতকে ৮০ মেট্রিক টন তরল অক্সিজেন সরবরাহ করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব।  

ভারতীয় দূতাবাসের বরাত দিয়ে সংবাদমাধ্যম সৌদি গেজেট এ খবর জানিয়েছে।

রিয়াদে ভারতীয় দূতাবাসের বরাত দিয়ে সৌদি গেজেট সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, কোভিড-১৯ রোগীদের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের সংকট মোকাবিলায় সহায়তা করতে ভারতে ৮০ মেট্রিক টন তরল অক্সিজেন পাঠিয়েছে সৌদি আরব।  


করোনায় মৃত্যু ৩১ লাখ ২২ হাজার ছাড়াল

হেফাজতের আহবায়ক কমিটিতে আছেন যারা

কমিটি বিলুপ্ত ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে হেফাজতের আহবায়ক কমিটি

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২


সৌদি আরবে অবস্থিত ভারতীয় দূতাবাস তাদের টুইটারে লিখেছে, 'অতিপ্রয়োজনীয় ৮০ মেট্রিক টন তরল অক্সিজেন পাঠাতে আদানি গ্রুপ ও মেসার্স লিনডের সঙ্গে অংশীদার হতে পেরে ভারতীয় দূতাবাস গর্বিত। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়কে তাদের সাহায্য, সমর্থন ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই। '

news24bd.tv নাজিম