চট্টগ্রামে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

চট্টগ্রামে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। এসময়ে ১১ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ৮ জন নগরীর বিভিন্ন থানার ও ৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এই নিয়ে এপ্রিল মাসের ২৪ দিনে ১০৮ জন মারা গেলো চট্টগ্রামে।

সিভিল সার্জন কার্যালয় থেকে আজ সোমবার (২৬ এপ্রিল) জানানো হয়, গত বছর ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর এটাই একদিনে সর্বোচ্চ মৃত্যু।

গ্রামের চেয়ে শহরে মৃত্যুর হার বেশি। শহরে ৮০ শতাংশ।

আর গ্রামে ২০ শতাংশ। উপজেলার মধ্যে হাটহাজারীতে বেশি। আর নগরীর মধ্যে কোতোয়ালি এলাকায় বেশি।

আরও পড়ুন:


আইপিএল ত্যাগ করল ৩ অজি তারকা

করোনা মোকাবিলায় প্রতিষেধক উৎপাদন করবে ইরান

ভারতে ৭১ বছর পর কোন নারীর ফাঁসি!

করোনা ছড়িয়ে বেড়ানোর দায়ে একজন গ্রেপ্তার!


এর আগে ১০ এপ্রিল চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়। এ মাসে মাত্র দুই দিন ২ এপ্রিল ও ১৪ এপ্রিল জেলায় কোনো করোনা রোগী মারা যাননি। অপরদিকে এদিকে করোনাকালের সর্বোচ্চ ৫৪১ জন শনাক্ত হয় চলতি মাসের ১১ এপ্রিল।

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যুর পাশাপাশি নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ১৭১ জন। ১ হাজার ৩৩০টি নমুনা পরীক্ষায় ১৭১ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত ১৭১ জনসহ চট্টগ্রামে করোনা সংক্রমিত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ হাজার ৮৮৭ জনে। আক্রান্তদের মাঝে এ পর্যন্ত ৪৯৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মহানগরীর ৩৭০ জন ও উপজেলার ১২৭ জন।

news24bd.tv / কামরুল