কওমী শিক্ষা ব্যবস্থার সংকট

কওমী শিক্ষা ব্যবস্থার সংকট

Other

কওমী শিক্ষা ব্যবস্থার সংকট হচ্ছে এরা জীবন বা চাকুরিমুখী বিদ্যার চর্চা না করে সরকারের কাছ থেকে চাকুরি পাওয়ার কাগুজে স্বীকৃতি আদায় করে বসে আছে। আর সরকারের ভুল হচ্ছে সরকার এ শিক্ষা সমস্যাকে শিক্ষা ব্যবস্থার সমস্যা হিসেবে না নিয়ে রাজনৈতিক সমস্যা হিসেবে নিয়েছে। ফলত নরমে গরমে এ সমস্যাকে এতোদিন লালন করে এসেছে।

হেফাজতের ভিত্তি কওমী শিক্ষা ব্যবস্থা।

ফলত এ সমস্যার সমাধান না করে রেলওয়ের জায়গা বা কাগুজে স্বীকৃতি উপহার দিয়ে কিংবা জেলে নিয়ে এটার স্থায়ী সমাধান করা যাবে না।

আমরা সব সময় বলে আসছি, একটা দেশের নাগরিক সে দেশ কীভাবে গড়ে তুলবে সে সিদ্ধান্ত সে দেশেরই হওয়া উচিৎ। কোনো শ্রেণি, কওম বা সম্প্রদায়ের নয়। সুতরাং এ দেশে বাস করে কেউ বৃটিশ কারিকুলাম পড়ে পশ্চিমের বা মধ্যপ্রাচ্যের মানসিকতার ও দক্ষতার নাগরিক হিসেবে গড়ে উঠবে এটা হতে পারে না।

 

আরও পড়ুন:


চট্টগ্রামে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

আইপিএল ত্যাগ করল ৩ অজি তারকা

করোনা মোকাবিলায় প্রতিষেধক উৎপাদন করবে ইরান

ভারতে ৭১ বছর পর কোন নারীর ফাঁসি!


আরবি বা ইংরেজি শিক্ষা অবশ্যই থাকবে। সেটা রাষ্ট্রীয় দেশজ মূল ধারার শিক্ষার অংশ হিসেবে।  

আর প্রধানত এতিম বা গরীবের বাচ্চা বলে সে শিশুদের দায়িত্ব কোনোক্রমেই রাষ্ট্র এড়িয়ে যেতে পারে না। এ এতিম ও গরীব শিশুগুলো আমাদেরই, এ রাষ্ট্রেরই। দায়িত্ব রাষ্ট্রকে অবশ্যই গ্রহণ করতে হবে। বাচ্চাগুলো দারিদ্রের দুষ্টু এক রাজনৈতিক ধর্মীয় চক্রে আটকা পড়ে আছে। সে চক্রে ঘুরপাক খাচ্ছে।

একমাত্র অভিন্ন শিক্ষাধারার ভেতর অন্তর্ভুক্তির ভেতর দিয়েই সমাজের এ শ্রেণি বৈষম্য, বিভাজন ও সংঘাতের অবসান ঘটতে পারে।

লেখক: শোয়াইব জিবরান, কবি ও লেখক (ফেজবুক থেকে)

news24bd.tv / কামরুল