শেরপুরে হেফাজতকর্মী গ্রেপ্তার

শেরপুরে হেফাজতকর্মী গ্রেপ্তার

Other

শেরপুরের নকলায় আসাদুজ্জামান মানিক (২৬) নামে হেফাজত ইসলামের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মানিক স্থানীয় ইসলাম আলীর ছেলে। মানিকের বিরুদ্ধে গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে ঘিরে ঢাকার পল্টনে নাশকতার তাণ্ডবে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রাতেই গ্রেপ্তারকৃত মানিককে পল্টন পুলিশের কাছে হস্তান্তর করা হলে পল্টন পুলিশ তাকে ঢাকায় নিয়ে যায়।  


নাইজেরিয়ায় আইএস হামলায় ৩১ সেনা নিহত

গীতিকবি ওসমান শওকত না ফেরার দেশে

রিকশা ও নৌকা সবচেয়ে কোভিড সেইফ যানবাহন!

সচ্ছলতা লাভের দোয়া


জানা যায়, গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে সফর উপলক্ষে হেফাজতে ইসলাম ঢাকার পল্টনে নাশকতা ও তাণ্ডবে অংশ নিয়েছিল আসাদুজ্জামান মানিক। এ ঘটনায় পল্টন থানায় মামলা দায়ের আত্মগোপনে চলে যায় মানিক। পরে গোপন সংবাদের ভিত্তিতে নকলা থানা পুলিশ তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পল্টন থানা পুলিশের এসআই এনামুল হকের কাছে হস্তান্তর করে।

 

মানিক নকলার বারমাইসা দাখিল মাদরাসা থেকে ২০১৩ সালে দাখিল পাস করে। পরে ২০১৫ সালে নকলার শাহরিয়া ফাযিল মাদরাসা থেকে আলিম পাস করার পর বর্তমানে এমএম আলী কলেজে অনার্সে অধ্যয়নরত রয়েছে।

news24bd.tv নাজিম