বাংলাদেশের নারী দলও খেলতে পারবে কমনওয়েলথ গেমসে, তবে...

বাংলাদেশের নারী দলও খেলতে পারবে কমনওয়েলথ গেমসে, তবে...

অনলাইন ডেস্ক

প্রথমবারের মতো কমনওয়েলথ গেমসে যোগ হয়েছে মেয়েদের ক্রিকেট। তবে এই গেমসে সরাসরি খেলার সুযোগ পায়নি বাংলাদেশ নারী ক্রিকেট দল। সুযোগ যে একেবারেই হাতছাড়া হয়েছে তা কিন্তু নয়, তারাও খেলতে পারবেন এই ইভেন্টে। তবে তার আগে বাছাই পর্ব পার হতে হবে তাদের।

বাছাই পর্বে জায়গা করে নিলেই খেলার সুযোগ পাবেন তারা।

ইংল্যান্ডের বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসের ২২তম আসর বসবে। আগামী বছরের ২৮ জুলাই থেকে শুরু হবে গেমসটি। আর শেষ হবে ৮ অগাস্ট।

কমনওয়েলথ আসরে নারীদের ক্রিকেট ইভেন্ট হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এই আসরে সরাসরি খেলার সুযোগ হয়েছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার। আসরে স্বাগতিক ইংল্যান্ডও রয়েছে।

আরও পড়ুন


হেফাজতের অর্থের যোগান দিতো ৩১৩ জন: ডিবি

খোঁজ নেই মামুনুলের দ্বিতীয় স্ত্রীর, উদ্ধারে বাবার জিডি

মাদারীপুরে অপহরণের শিকার স্কুলছাত্রী, ৩ দিনেও মেলেনি সন্ধান

পাঞ্জাবির বোতাম লাগানো নিয়ে গোলাগুলি: গুলিবিদ্ধ নৈশপ্রহরীর মৃত্যু


সরাসরি খেলার সুযোগ পাওয়া দলগুলো বাছাই করা হয়েছে ২০২১ সালের ১ এপ্রিল পর্যন্ত নারীদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ওপর ভিত্তি করে। সাত দলের পর অষ্টম দল নির্বাচন করা হবে বাছাই পর্বের মাধ্যমে। বাছাই পর্ব শুরু হবে ২০২২ সালের ৩১ জানুয়ারি।

news24bd.tv আহমেদ