খুলনায় কৃষককে ধান কাটা মেশিন সহায়তা দিলো মহানগর যুবলীগ

খুলনায় কৃষককে ধান কাটা মেশিন সহায়তা দিলো মহানগর যুবলীগ

Other

প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুলনার তেরোখাদায় কৃষকের ধান কাটা সহায়তায় ‘পাওয়ার রিপার’ মেশিন কিনে দিয়েছে মহানগর যুবলীগের নেতৃবৃন্দ। এই মেশিনে প্রতি ঘন্টায় এক থেকে দেড় বিঘা জমির ধান কাটা যায়। এতে খরচও অনেক কম।

মঙ্গলবার দুপুরে মহানগর যুবলীগ নেতৃবৃন্দ খুলনার তেরোখাদার পুটিমারী বিলের কৃষকদের কাছে এই মেশিন হস্তান্তর করেন।

এসময় মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শাহাজালাল হোসেন সুজন ও উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


বাংলাদেশের নারী দলও খেলতে পারবে কমনওয়েলথ গেমসে, তবে...

হেফাজতের অর্থের যোগান দিতো ৩১৩ জন: ডিবি

খোঁজ নেই মামুনুলের দ্বিতীয় স্ত্রীর, উদ্ধারে বাবার জিডি

মাদারীপুরে অপহরণের শিকার স্কুলছাত্রী, ৩ দিনেও মেলেনি সন্ধান


কৃষকরা জানান, এক বিঘা জমির ধান কাটতে যেখানে ৫ থেকে ৬ জন শ্রমিকের জন্য ব্যয় হয় ৩ হাজার টাকা। সেখানে এই মেশিনে কম সময়ে মাত্র ১০০ টাকার পেট্রোল ব্যবহার করে ওই ধান কাটা সম্ভব।

মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ বলেন, এই মেশিন দিয়ে ধান কাটার একজন শ্রমিক নিয়োগ ও মেশিনের জন্য প্রয়োজনীয় তেলের বিলও বিনামূল্যে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, পরবর্তীতে কৃষকদের সহায়তায় ধান মাড়াই মেশিনও দেওয়া হচ্ছে।

news24bd.tv আহমেদ