মিয়ানমারে সেনাঘাঁটিতে হামলা, পরে তুমুল লড়াই

মিয়ানমারে সেনাঘাঁটিতে হামলা, পরে তুমুল লড়াই

অনলাইন ডেস্ক

মিয়ানমারের সংখ্যালঘু কারেন জাতিগোষ্ঠীর বিদ্রোহীরা একটি সেনাঘাঁটিতে হামলা করেছে। এ ঘটনার পর সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তুমুল লড়াই শুরু হয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সংখ্যালঘু কারেন জাতিগোষ্ঠীর বিদ্রোহীরা একটি সেনাঘাঁটিতে হামলা করলে দুপক্ষের মধ্যে তীব্র লড়াই শুরু হয়।

মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর সেনাবাহিনীর সঙ্গে কারেন বিদ্রোহীদের যতগুলো লড়াই-সংঘাত হয়েছে, তার মধ্যে আজ সবচেয়ে তীব্র ছিল।

কারেন বিদ্রোহীদের সঙ্গে মিয়ানমারের সেনাবাহিনীর তীব্র সংঘাতের ঘটনা এমন একসময় ঘটল, যখন দেশটিতে অস্থিরতার অবসানে আহ্বান জানিয়ে পাঁচ দফা প্রস্তাব দিয়েছে আঞ্চলিক জোট আসিয়ান।

আসিয়ানের প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনার কথা জানিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা।