কোহলিদের ‘১’ রানের কষ্টার্জিত জয়

কোহলিদের ‘১’ রানের কষ্টার্জিত জয়

অনলাইন ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের ২২তম ম্যাচে দিল্লী ক্যাপিটালসকে ১ রানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই জয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি।  

নাটকীয় ম্যাচে শেষ বলে জয় পেল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ১ রানে জিতল বিরাট কোহলির দল।

শুরুতে ব্যাট করে দিল্লিকে ৫ উইকেটে ১৭২ রানের টার্গেট দেয় ব্যাঙ্গালোর। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৭ রান তোলে দিল্লি।
 
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে ব্যাঙ্গালুরুকে ব্যাটিংয়ে পাঠায় দিল্লি। দুই ওপেনার বিরাট কোহলি ও দেবদূত দুই অংক ছুঁতেই সাজঘরে ফিরে যান।

এরপর রজত পাটিধরের ৩১ ও গ্লেন ম্যাক্সয়েলের ২৫ এ শুরুর ধাক্কা সামলায় ব্যাঙ্গালোর। এই দু’জন ফিরে গেলে শুরু হয় এডিবি ভিলিয়ার্স শো। ৪২ বলে ৭৫ রানের এক ইনিংস খেলেন। তাতে ৫ উইকেটে ১৭১ রান তোলে ব্যাঙ্গালোর। ১৭২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ২৮ রানে শিখর ধাওয়ান ও স্টিভেন স্মিথের উইকেট হারায় দিল্লি।  

তবে ওভারের সঙ্গে তাল মিলিয়ে রান রান তুলে ম্যাচ ধরে রাখেন অধিনায়ক রিশাভ পন্ত ও শিমরন হেটমায়ার। শেষ দিকে এই দু’জন ম্যাচ জমিয়ে তোলেন।

শেষ ওভারে প্রয়োজন পড়ে ১৪ রান। মোহাম্মদ সিরাজের হাতে বল তুলে দেন ব্যাঙ্গালুরু অধিনায়ক কোহলি।

প্রথম চার বলে মাত্র ৪ রান দেন সিরাজ। পঞ্চম বলে বাউন্ডারি হাঁকান পন্ত। শেষ বলে জয়ের জন্য দরকার ৬ রান।

কিন্তু শেষ বলে আর ছক্কা হাঁকাতে পারেননি দিল্লি অধিনায়ক। সিরাজের করা অফস্ট্যাম্পের অনেক বাইরের বলটি পয়েন্ট অঞ্চল দিয়ে চার মেরে পরাজয়ের ব্যবধান ১ রানে নামিয়ে আনেন পন্ত। পন্ত অপরাজিত থাকেন ৪৮ বলে ৫৮ রান। হেটমায়ার করেন ২৫ বলে ৫৩ রান। এ জয় নিয়ে চেন্নাই সুপার কিংসকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করল কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত ১ রানে হারে দিল্লি।


সংক্ষিপ্ত স্কোর 

টস : দিল্লী ক্যাপিটালস

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর : ১৭১/৫ (২০ ওভার)
ডি ভিলিয়ার্স ৭৫*, রজত ৩১
আভেশ ২৪/১, ইশান্ত ২৬/১

দিল্লী ক্যাপিটালস : ১৭০/৪ (২০ ওভার)
পান্ট ৫৮*, হেটমেয়ার ৫৩*
হার্শাল ৩৭/২, জেমিসন ৩২/১

ফল : রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১ রানে জয়ী।

news24bd.tv/আলী