ফাইনালের জন্য সামনে কঠিন বাঁধা রিয়ালের সামনে

ফাইনালের জন্য সামনে কঠিন বাঁধা রিয়ালের সামনে

অনলাইন ডেস্ক

সিজনের শেষের দিকে এসে শিরোপাখরা যেন চোখ রাঙাচ্ছে স্প্যানিশ চ্যাম্পিয়নদের। ঘরোয়া টুর্নামেন্ট স্প্যানিশ লা লিগায় শেষ তিন ম্যাচে দুই ড্র করে শিরোপা দৌড়ে পিছিয়ে পড়েছে জিদানের দল। এবার উয়েফা চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠেও সেই ড্র দিয়েই শুরু হল রিয়ালের সেমিফাইনালের প্রথম লেগ।

মঙ্গলবার রাতে সেমিফাইনালের প্রথম লেগে চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রিয়াল।

প্রতিপক্ষের মাঠ থেকে একটি এওয়ে গোল পাওয়ায় দ্বিতীয় লেগে খানিকটা এগিয়েই থাকবে ইংলিশ ক্লাব চেলসি।

গোটা ম্যাচ জুড়ে চেলসির আধিপত্য থাকলেও গোল মিসের মহড়ায় শেষ পর্যন্ত ড্র করেছে রিয়াল মাদ্রিদ।

চেলসির হয়ে ম্যাচের ১৪তম মিনিটে গোল করে দলকে লিড এনে দেন ক্রিশ্চিয়ান পুলিসিচ। আর ২৯তম মিনিটে দুর্দান্ত গোলে রিয়ালকে সমতায় ফেরান করিম বেনজেমা।


আরও পড়ুনঃ


ভারতে ৭১ বছর পর কোন নারীর ফাঁসি!

ইন্দোনেশিয়ার সাবমেরিনটির ক্রুদের বিদায়ী সঙ্গীত (ভিডিও)

দোকানে খুচরা চুরি করে ধরা খেলেন দুই পাকিস্তানি কূটনীতিক!

দিল্লিতে করোনায় মৃতের সৎকার সংখ্যার সাথে সরকারি সংখ্যার হিসাবে গরমিল


আসরে বেনজেমার এটি ষষ্ঠ গোল। প্রতিযোগিতাটির গোলদাতাদের তালিকায় মোট ৭১ গোল নিয়ে সাবেক রিয়াল তারকা রাউল গনজালেসের পাশে বসলেন তিনি।

আগামী ২৯ এপ্রিল বাংলাদেশ সময় রাত একটায় সেমিফাইনালের দ্বিতীয় লেগে চেলসির ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে মুখোমুখি হবে দুই দল।

news24bd.tv / নকিব

এই রকম আরও টপিক