তুচ্ছ ঘটনায় শিশুকে নির্যাতন, অভিযুক্ত গ্রেপ্তার

তুচ্ছ ঘটনায় শিশুকে নির্যাতন, অভিযুক্ত গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

ফেনীর সোনাগাজী উপজেলার চরছান্দিয়া গ্রামে গাছে ওঠায় সাত বছরের শিশুকে অমানবিক নির্যাতন করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় গুরা মিয়া নামের এক বৃদ্ধকে (৭৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সোনাগাজী মডেল থানায় নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার (২৬ এপ্রিল) বিকেলে মধ্যম চরছান্দিয়া গ্রামের সফি মিস্ত্রির বাড়ির গুরা মিয়ার দোকানের সামনে আমড়া গাছে ওঠে জাহাঙ্গীরের ছেলে যোবায়ের ইসলাম রুহান।

বিষয়টি দেখতে পেয়ে অভিযুক্ত বৃদ্ধ গুরা মিয়া ওই শিশুকে গাছ থেকে নামিয়ে মারধর করেন। তাৎক্ষণিক আশপাশের লোকজন এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে।

হাবীবুল্লাহ সিরাজীর শরীরের টিউমার অপসারণ

হেফাজতের মামলার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রণোদনায় দেশের জিডিপি প্রবৃদ্ধি বাড়বে: এডিবি

মঙ্গলবার (২৭ এপ্রিল) নির্যাতিত শিশুর বাবা থানায় এজাহার দাখিল করে বলে জানান সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পলাশ। তিনি বলেন, মামালার পর বৃদ্ধ গুরা মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

news24bd.tv তৌহিদ