করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন অনীশ দেব

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন অনীশ দেব

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন কলকাতার অন্যতম জনপ্রিয় কল্পবিজ্ঞানবিষয়ক ও রহস্য-রোমাঞ্চ লেখক সাহিত্যিক অনীশ দেব। তার বয়স হয়েছিল ৭০ বছর।

আনন্দবাজার সূত্রে জানা যায়, করোনায় আক্রান্ত হওয়ার পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অনীশ দেব।

অনীশ দেবের মেয়ে মোনালিসা দেব বলেন, ‘বাবার অক্সিজেনের মাত্রা খুব কমে গিয়েছিল।

চিকিৎসকেরা বলেন প্লাজমা দিলে হয়তো অবস্থার কিছুটা উন্নতি হবে। আমরা প্লাজমা জোগাড়ও করে ফেলি। কিন্তু মঙ্গলবার রাতেই বাবার অবস্থা আরও খারাপ হওয়ায় ভেন্টিলেশনে দিতে হয়। তার পরেই বাবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়।
বুধবার সকালে খবর পাই বাবার মৃত্যু হয়েছে। ’


আরও পড়ুনঃ


ইফতারে প্রশান্তি পেতে বাঙ্গির শরবত

ইন্দোনেশিয়ার সাবমেরিনটির ক্রুদের বিদায়ী সঙ্গীত (ভিডিও)

দোকানে খুচরা চুরি করে ধরা খেলেন দুই পাকিস্তানি কূটনীতিক!

দিল্লিতে করোনায় মৃতের সৎকার সংখ্যার সাথে সরকারি সংখ্যার হিসাবে গরমিল


কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন অনীশ দেব। পাশাপাশি তাঁর কলমও কখনও থামেনি। গোয়েন্দা গল্প, কল্পবিজ্ঞানবিষয়ক সাহিত্য ও ভূতের গল্প লিখতেন বর্ষীয়ান এ সাহিত্যিক।

উল্লেখ্য, এক সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারান কবি ও সাহিত্যিক শঙ্খ ঘোষ।  মাত্র এক সপ্তাহের ব্যবধানে দু’জন বর্ষীয়ান সাহিত্যিককে হারালো বাংলা সাহিত্য।

news24bd.tv / নকিব