‘ইয়াবা কারবারি করে’ কোটিপতি বনে যাওয়া সেই ছাত্রলীগ নেতা রিমান্ডে

‘ইয়াবা কারবারি করে’ কোটিপতি বনে যাওয়া সেই ছাত্রলীগ নেতা রিমান্ডে

অনলাইন ডেস্ক

‘ইয়াবা কারবার করে’ কোটিপতি বনে যাওয়া ছাত্রলীগ নেতা মো. রেজাউল করিমকে দু’দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার (২৮ এপ্রিল) সকালে পুলিশ রেজাউলকে গাজীপুরের ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করে। বিচারক দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেপ্তার রেজাউল করিম (৩২) টঙ্গীর নোয়াগাঁও হিমারদীঘি এলাকার হোসেন আলীর ছেলে।

তিনি টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।


হাবীবুল্লাহ সিরাজীর শরীরের টিউমার অপসারণ

হেফাজতের মামলার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রণোদনায় দেশের জিডিপি প্রবৃদ্ধি বাড়বে: এডিবি


পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৭ এপ্রিল) মধ্যরাতে রেজাউল করিমকে গ্রেফতার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

কক্সবাজার থেকে মাদক এনে টঙ্গীর বিভিন্ন কারবারিদের হাতে পৌঁছে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। থানায় রিমান্ডে থাকা আসামি জাকির হোসেন নামে এক মাদক ব্যবসায়ী পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তিনি ছাত্রলীগ নেতা রেজাউলের কাছ থেকে মাদক নিয়ে খুচরা বিক্রি করতেন।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উপ-কমিশনার (অপরাধ দক্ষিণ) ইলতুৎমিশ জানান, মাদক মামলায় রেজাউলকে গ্রেপ্তার করা হয়েছে।

news24bd.tv তৌহিদ