বাগেরহাটে  সাড়ে তিন লাখ টাকা জরিমানা

বাগেরহাটে সাড়ে তিন লাখ টাকা জরিমানা

Other

বাগেরহাটে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে স্থানীয়দের স্বাস্থ্যবিধি প্রতিপালনে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। স্বাস্থ্যবিধি না মানলে তাদের জরিমানা করছে প্রশাসন। গত ২৭দিনে বাগেরহাটে ৪৩৫টি মামলা করেছে। তিনজনকে দন্ডও দেয়া হয়।

এ সময় সাড়ে তিন লাখ টাকরও বেশিা জরিমানা আদায় করে সংশ্লিষ্ট ভ্রাম্যমাণ আদালত।

বাগেরহাট জেলা প্রশাসনের সহকারি কমিশনার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট আজিজুল কবির জানান,  করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বাগেরহাটের জেলা প্রশাসন স্থানীয়দের সচেতন করতে নানা উদ্যোগ গ্রহণ করে। জেলা প্রশাসনের একাধিক টিম জেলার বিভিন্ন এলাকায় যেয়ে যেয়ে করোনা ভাইরাসের ভয়াবহতা কি রুপ নিয়েছে তা বোঝানোর চেষ্টা করছে।  

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার কোন প্রতিষেধক স্বাস্থ্য বিভাগের হাতে নেই।

তাই স্বাস্থ্যবিধি প্রতিপালনই একমাত্র উপায়। এই মরণব্যাধি যেন বাগেরহাটের মানুষদের ছুতে না পারে সেজন্য স্বাস্থ্যবিধি প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালতের ১৪টি টিম নিয়মিত কাজ করছে।  

জেলা প্রশাসন অসচেতনদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার ও মুখে পরার মাস্ক বিতরণ করে। এতো কিছু বোঝানোর পরেও যারা স্বাস্থ্যবিধি একেবারেই মানছেন না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।  

গত ১ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ২৭ দিনে ভ্রাম্যমাণ আদালত বাগেরহাটে ৪৩৫টি মামলা করেছে। তিনজনকে দণ্ডও দেয়া হয়। এসময় তিন লাখ ৭৩ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় করেছে।

আরও পড়ুন:


ইফতারে প্রশান্তি পেতে বাঙ্গির শরবত

ইন্দোনেশিয়ার সাবমেরিনটির ক্রুদের বিদায়ী সঙ্গীত (ভিডিও)

দোকানে খুচরা চুরি করে ধরা খেলেন দুই পাকিস্তানি কূটনীতিক!

দিল্লিতে করোনায় মৃতের সৎকার সংখ্যার সাথে সরকারি সংখ্যার হিসাবে গরমিল


news24bd.tv / কামরুল