পবিত্র মসজিদুল হারামে হঠাৎ বৃষ্টি (ভিডিও)

পবিত্র মসজিদুল হারামে হঠাৎ বৃষ্টি (ভিডিও)

অনলাইন ডেস্ক

সৌদি আরবের মুসলিমরা তীব্র গরমের মধ্যে রমজান মাসের রোজা পালন করছেন। এরই মধ্যে মুষলধারে বৃষ্টি বর্ষণ শুরু হয় কাবা প্রাঙ্গণে।   গতকাল (২৭ এপ্রিল) জোহর ও আসর নামাজের সময় বৃষ্টিস্নাত কাবা প্রাঙ্গণের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

প্রবল বৃষ্টি বর্ষণে তীব্র গরম থেকে ক্ষণিকের জন্য মুক্তি মেলে মুসল্লিদের।

সবার মধ্যে তৈরি হয় ভিন্ন রকম অনুভূতি। বৃষ্টিস্নাত কাবা ঘরের দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের আবেগ-অনুভূতি প্রকাশ করেন মসজিদুল হারামে অবস্থানকারীরা।

ভারী বৃষ্টির কারণে নাগরিকদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে সৌদির জনপ্রতিরক্ষা মন্ত্রণালয়।   তবে মুসল্লিদের সেখানে নামাজ পড়তে যেতে কোনো অসুবিধা হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, মাঝারি থেকে ভারী বজ্রঝড়ের আভাস দেওয়া হয়েছে।   পাশাপাশি মক্কাসহ নজরান, জিসান, আসির, আলবাহায় প্রবল বাতাস ও শিলাবৃষ্টি হতে পারে।  

বৃষ্টির পর শুকানোর প্রক্রিয়া দ্রুততর করতে উদ্যোগ নিয়েছে দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধানের দায়িত্বে থাকা জেনারেল প্রেসিডেন্সি।  

পবিত্র কাবা প্রাঙ্গণে মুষলধারে বৃষ্টি (ভিডিও)

news24bd.tv/আলী