দেড় মাস পর কথা বলতে পারছেন চিত্রনায়ক ফারুক

দেড় মাস পর কথা বলতে পারছেন চিত্রনায়ক ফারুক

অনলাইন ডেস্ক

সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হো‌সেন পাঠানের শারীরিক অবস্থার উন্নতির খবর দিয়েছে তার পরিবার।

বুধবার (২৮ এপ্রিল) রাতে সিঙ্গাপুর থেকে ফারুকের স্ত্রী ফারহানা পাঠান গণমাধ্যমকে জানান, শারীরিক অবস্থার উন্নতি ঘটায় মঙ্গলবার তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। দেড় মাস পর তিনি কথা বলতে পারছেন; রেসপন্স করছেন। আমাকে চিনতেও পারছেন।

চিকিৎসকরা বলেছেন, তার শারীরিক দুর্বলতা আছে; আস্তে আস্তে তা কেটে যাবে।

রক্তে সংক্রমণজনিত জটিলতা নিয়ে প্রায় দেড় মাস ধরে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা চলছিল ৭৩ বছর বয়সী এ অভিনেতার।

প্রসঙ্গত, গত ১৫ মার্চ খিঁচুনি উঠায় ফারুককে প্রথমে আইসিইউতে নেওয়া হয়; পর শারীরিক অবস্থার উন্নতি হলে ১৮ মার্চ কেবিনে স্থানান্তর করা হয়। ২১ মার্চ হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে দ্বিতীয় দফায় তাকে আইসিইউতে নেওয়া হয়; সেই থেকে টানা দেড় মাসের মতো আইসিইউতে চিকিৎসা চলেছে তার।

news24bd.tv/আলী