আগরতলায় বিয়েবাড়িতে তাণ্ডব, ক্ষমা চাইতে বাধ্য হলেন জেলা প্রশাসক (ভিডিও)

আগরতলায় বিয়েবাড়িতে তাণ্ডব, ক্ষমা চাইতে বাধ্য হলেন জেলা প্রশাসক (ভিডিও)

অনলাইন ডেস্ক

ঘটনা ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায়। গত সোমবার নৈশ কারফিউ অমান্য করেই চলছিলো বিয়ের আয়োজন। হঠাৎ বিয়েবাড়িতে ঢুকে পুলিশের এলোপাতাড়ি লাঠিচার্জ। বরকে বের করে দেয়ার পাশাপাশি বন্ধ করা হয় বিয়ের অনুষ্ঠানও।

বিয়েবাড়ির লোকজন অনুমতিপত্র দেখালোও তা ছিঁড়ে ফেলেন তিনি। উল্টো পুরোহিতসহ কয়েকজনকে গ্রেফতারের নির্দেশ দেন জেলা প্রশাসক শৈলেশ কুমার যাদব।

এই ঘটনার ভিডিও সামজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ভারতজুড়ে শুরু হয় সমালোচনা। অভিযানের ঘটনায় তদন্তের নির্দেশ দেন খোদ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।


আরও পড়ুনঃ


ইফতারে প্রশান্তি পেতে বাঙ্গির শরবত

ইন্দোনেশিয়ার সাবমেরিনটির ক্রুদের বিদায়ী সঙ্গীত (ভিডিও)

করোনা ঠেকাতে গোয়ায় চার দিনের লকডাউন

দিল্লিতে করোনায় মৃতের সৎকার সংখ্যার সাথে সরকারি সংখ্যার হিসাবে গরমিল


শেষ পর্যন্ত ওই ঘটনায় ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন জেলাপ্রশাসক। এক ভিডিও বার্তায় যাদব বলেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এ কাজটি করেছিলেন তিনি।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

তবে, তার ক্ষমা চাওয়ার পরও বিতর্ক থামছেই না। এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকারও।

news24bd.tv / নকিব