ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ পেছালো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ পেছালো

অনলাইন ডেস্ক

দেশে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। এই ঢেউ মোকাবিলায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এসব সমস্যার কথা বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পেছানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

সভায় উপস্থিত সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।

নতুন তারিখ অনুযায়ী চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের পরীক্ষা ৩১ জুলাই, বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের পরীক্ষা ৬ আগস্ট, কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের পরীক্ষা ৭ আগস্ট, ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনটের পরীক্ষা ১৩ আগস্ট এবং সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষা ১৪ আগস্ট অনুষ্ঠিত হবে।

news24bd.tv আহমেদ

 

আরও পড়ুন


কবি শঙ্খ ঘোষের মারা যাওয়ার ৮ দিন পর করোনায় স্ত্রীর মৃত্যু

ক্রিকেটারদের পর এবার আইপিএল ছাড়লেন দুই আম্পায়ার

মাদারীপুরের খামারীদের প্রণোদনার ৮ কোটি টাকা লুটপাট!

মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর আহ্বান মার্কিন সিনেটরদের