ভারতে ফোন বন্ধ রেখে নিখোঁজ ৩ হাজার করোনা রোগী

ভারতে ফোন বন্ধ রেখে নিখোঁজ ৩ হাজার করোনা রোগী

অনলাইন ডেস্ক

করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল ভারত। প্রতিদিনই দেশটিতে ভাঙছে শনাক্ত ও মৃত্যুর রেকর্ড। এরই মধ্যে ভয়াবহ এক খবর সামনে এসেছে। দেশটির কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরু থেকে নিখোঁজ হয়েছে ৩ হাজার করোনা রোগী।

বৃহস্পতিবার এমন এক খবর দিয়েছেন রাজ্যের মন্ত্রী আর অশোকা। তবে দুশ্চিন্তার বিষয় হল তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় পুলিশ তাদেরকে খুঁজে পাচ্ছে না।

এদিকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর জনিয়েছেন, করোনা রোগীর নিখোঁজ হওয়া নতুন কিছু নয়। গত বছরও এমন ঘটনা ঘটেছিল।

কিন্তু এই রোগীরা তাদের মোবাইল ফোন বন্ধ করে রাখায় সমস্যা হচ্ছে। বিষয়টি বেশ উদ্বেগজনক বলে জানান তিনি।


আরও পড়ুনঃ


ইফতারে প্রশান্তি পেতে বাঙ্গির শরবত

করোনা ঠেকাতে গোয়ায় চার দিনের লকডাউন

করোনা আক্রান্ত স্ত্রীকে দিয়ে ভয় দেখিয়ে পাওনা টাকা আদায়!

খেলা কি বন্ধ হয়? খেলবো মনে করলেই খেলা হবে: অনুব্রত মন্ডল


বুধবার কর্ণাটকে একদিনে করোনায় আক্রান্ত হয়েছে ৩৯ হাজার ৪৭ জন। মৃত্যু হয়েছে ২২৯ জনের। সংক্রমণ রুখতে গত সপ্তাহ থেকে চলছে ১৪ দিনের লকডাউন।

news24bd.tv / নকিব