ঢাকায় এসেছিলেন কলিন্সসহ তিন চন্দ্রবিজয়ী!

প্রথম ছবি বামে: ছাদখোলা গাড়িতে ঢাকার রাজপথে আর্মস্ট্রং (বামে) ও অলড্রিনের (ডানে) সঙ্গে মাইকেল কলিন্স (মাঝখানে)। দ্বিতীয় ছবি ডানে: কলিন্সদের দেখতে লাখো মানুষের ভিড় ঢাকায়।

ঢাকায় এসেছিলেন কলিন্সসহ তিন চন্দ্রবিজয়ী!

Other

চন্দ্রবিজয়ের পর পর নীল আর্মস্ট্রং, এডুইন অলড্রিন ও মাইকেল কলিন্স বিশ্ব সফরে বেরিয়েছিলেন। এই সফরের অংশ হিসেবে ১৯৬৯ সালে ২৭ অক্টোবর ঢাকায় পা রেখেছিলেন কলিন্স, অলড্রিন ও আর্মস্ট্রং। তাদের এক নজর দেখতে লাখো মানুষ ভিড় জমিয়েছিল ঢাকার রাজপথে।
প্রথম ছবি:
ছাদখোলা গাড়িতে ঢাকার রাজপথে আর্মস্ট্রং (বামে) ও অলড্রিনের (ডানে) সঙ্গে মাইকেল কলিন্স (মাঝখানে)।


দ্বিতীয় ছবি:
কলিন্সদের দেখতে লাখো মানুষের ভিড় ঢাকায়। ছবি : নাসার ওয়েবসাইট থেকে।

লেখক : হারুন আল নাসিফ : কবি, ছড়াকার, সাংবাদিক।

news24bd.tv/আলী