সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এই করোনাকালিন সময়ে রেকর্ড পরিমাণ আয় করেছে। কোম্পানিটি চলতি বছর প্রথম ত্রৈমাসিকে ২ হাজার ৬২০ কোটি ডলার আয় করেছে। যেখানে বিশ্লেষকরা সময়টিতে ২ হাজার ৩৭০ কোটি ডলার রাজস্ব প্রত্যাশা করেছিল।
বুধবার (২৮ এপ্রিল) ওয়াশিংটন থেকে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যমটির আয়ের হিসাব প্রকাশ করা হয়।
কোম্পানিটি বলছে, ফেসবুকে প্রতি মাসে ২৮৫ কোটি ব্যবহারকারী সক্রিয় থাকে। এছাড়া যুক্তরাষ্ট্র ও কানাডার ব্যবহারকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। বর্তমানে এই দেশের ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২৬ কোটি।
ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, মানুষকে পরস্পরের সঙ্গে সংযুক্ত রাখতে এবং ব্যবসা এগিয়ে নিতে আমরা কাজ করছি। আগামী দিনগুলোতে আমরা আমাদের অভিজ্ঞতা ও বিনিয়োগ অব্যাহত রাখব।
news24bd.tv/আলী