ব্রাজিলে করোনায় মৃত্যু ৪ লাখ ছাড়াল

ব্রাজিলে করোনায় মৃত্যু ৪ লাখ ছাড়াল

অনলাইন ডেস্ক

ব্রাজিলে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চার লাখ এক হাজার ৪১৭ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছেন এক কোটি ৪৫ লাখ ৯২ হাজার ৮৮৬ জন। আর সুস্থ হয়েছেন এক কোটি ৩০ লাখ ৯১ হাজার ৭১৪ জন।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি-এর এক প্রতিবেদন থেকে এ খবর জানা যায়।

 

খবরে বলা হয়, ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় তিন হাজার একজনের মৃত্যু হয়েছে। এপ্রিলের শুরুতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ চার হাজার জনের মৃত্যুর পর এটিই দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। দেশটিতে গত ১৪ দিনে গড়ে সর্বোচ্চ মৃত্যৃ ও শনাক্ত পরিলক্ষিত হচ্ছে।


করোনার চেয়ে ভয়ঙ্কর হতে পারে এএমআর: প্রধানমন্ত্রী

বাংলাদেশিদের ইতালি প্রবেশে ফের নিষেধাজ্ঞা

গণপরিবহণ নিয়ে যা ভাবা হচ্ছে

পশ্চিমবঙ্গে এগিয়ে মমতা


ব্রাজিলে মার্চ ও এপ্রিলের ৩৭ দিনে এক লাখ মৃত্যুর রেকর্ড হয়েছে।

মহামারি শুরুর পর এই দুই মাস দেশটিতে সবচেয়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে।

news24bd.tv নাজিম