সিলেট থেকে হেফাজত নেতা মুফতি মাওলানা মাসউদ গ্রেপ্তার

সিলেট থেকে হেফাজত নেতা মুফতি মাওলানা মাসউদ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

সিলেট থেকে মুফতি মাওলানা মাসউদ আহমেদ নামের এক হেফাজত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ এপ্রিল) ভোর রাত ৩টার দিকে জকিগঞ্জের বারহাল ইউনিয়নের কচুয়া গ্রামে তার নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মুফতি মাসউদকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাসেম।

এসময় তিনি জানান, ২০ এপ্রিল জকিগঞ্জ থানায় করা পুলিশের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে ওই মামলায় আরও আটজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন


ভ্যাকসিন নিতে কানাডার কণ্ঠশিল্পী সারাসহ তারকাদের অভিনব প্রচারণা

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু আমেরিকার

রংপুরে ট্রাক খাদে পড়ে নিহত ২

মমতাই থাকছেন ক্ষমতায়, বলছে বুথফেরত জরিপ


মাওলানা মাসউদ জকিগঞ্জ উপজেলা হেফাজতে ইসলামের (সদ্য বিলুপ্ত) সাধারণ সম্পাদক ও শাহবাগ জামিয়া মাদানিয়া কাসিমুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম এবং জমিয়ত নেতা।  

গত ১৯ এপ্রিল রাতে উপজেলার বারহাল ইউনিয়নের মাইজগ্রাম জামে মসজিদ থেকে হেফাজতে ইসলামের গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মসিউজ্জামান চৌধুরী শাহীনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেন কিছু সংখ্যক মুসল্লি।

news24bd.tv আহমেদ