ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুইজনের

ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুইজনের

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলফাজ উদ্দিন (২২) ও  অমিত (২০) নামের দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আলফাজের বাবা আলী হোসেন আহত হয়েছেন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার জমিরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

  

নিহত আলফাজ উদ্দিন পেশায় ইন্টারনেট ব্যবসায়ী। সে জামিরদিয়া এলাকার আলী হোসেনের ছেলে। অন্যদিকে অমিতের বাড়ি বরিশাল জেলায়। সে আলফাজের অফিসে চাকরি করতো।

 

ভালুকা থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, রাত সাড়ে ১২টার দিকে উপজেলার জমিরদিয়া এলাকার তানভীরের বাড়িতে ইন্টারনেট সংযোগ দিতে যান ইন্টারনেট ব্যবসায়ী আলফাজ ও তার কর্মী অমিত। তারা ইন্টারনেট সংযোগ দিতে তানভীদের ঘরের টিনের চালে উঠলে একটি ছেড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা।


চট্টগ্রামে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

ইসরায়েলে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহত ৩৮

কে এই মুফতি হারুন ইজহার?

ঐতিহাসিক বদর দিবস আজ


এ সময় আলফাজের বাবা আলী হোসেন তাদের বাঁচাতে মই বেয়ে চালে উঠতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আলফাজ ও অমিতকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, এ ঘটনায় নিহতের স্বজনরা অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

news24bd.tv নাজিম