ইয়াবা নিয়ে কারাগারে প্রবেশের সময় কারারক্ষী আটক

ইয়াবা নিয়ে কারাগারে প্রবেশের সময় কারারক্ষী আটক

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ ৩২৮টি ইয়াবা নিয়ে প্রবেশের সময় পিন্টু মিয়া (৩০) নামের এক কারারক্ষী আটক হয়েছেন। গতকাল রাত ৮টার দিকে কারাগারের মূল ফটক (আরপি গেট) থেকে তাকে আটক করা হয়।

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানা ও কারা কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে পিন্টু মিয়া (রক্ষী নং-১৪০৯০) ইয়াবা নিয়ে কারাগারের প্রধান ফটকে ঢুকেন। এসময় নিরাপত্তা কাজে নিয়োজিত কারারক্ষী আতিকুর রহমানের সন্দেহ হলে পিন্টু মিয়ার দেহ তল্লাশি করেন।

পরে তার কাছ থেকে ৩২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


চট্টগ্রামে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

ইসরায়েলে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহত ৩৮

কে এই মুফতি হারুন ইজহার?

ঐতিহাসিক বদর দিবস আজ


এসময় কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে আটক করেন আতিকুর। পরে কোনাবাড়ী থানা পুলিশের কাছে সোর্পদ করা হয় তাকে। কারারক্ষী পিন্টু মিয়া ঢাকার ধামরাই উপজেলার গোড়াইল গ্রামের আব্দুল ওয়াহিদ মিয়ার ছেলে।

মহানগরের কোনাবাড়ী মেট্রো থানার আবু সিদ্দিক জানান, ৩২৮ পিস ইয়াবাসহ পিন্টু মিয়া নামের এক কারারক্ষীকে থানায় সোর্পদ করেছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

news24bd.tv নাজিম