খাগড়াছড়ির পানছড়িতে পানিতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু

খাগড়াছড়ির পানছড়িতে পানিতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু

Other

খাগড়াছড়ির পানছড়িতে পানিতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজলার লতিবান ইউনিয়নের কারিগর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলো - খুমবারটি ত্রিপুরা (৮) আব্রাহাম ত্রিপুরা (৫) আপন ভাইবোন। তারা কারিগড় পাড়ার সুমন ত্রিপুরার সন্তান।

আর অপরজন তাদের প্রতিবেশী প্রাণটি ত্রিপুরা (৭)। সে তাপস কান্তি ত্রিপুরার সন্তান।

স্থানীয় ইউপি সদস্য কিরণ লাল ত্রিপুরা জানান, তিন শিশু মিলে বাড়ির পাশে বাঁধ দেয়া ছড়ায় সবার অজান্তে গোসল করতে গেলে এ ঘটনা ঘটে। অনেক খোঁজাখুজির পর ছড়ার পানিতে ভাসতে দেখে তাদের উদ্ধার করে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্য চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন


চাকরি দেবে ইউনাইটেড হসপিটাল

তাসকিনের জোড়া শিকারের পর তাইজুলের আঘাত, টাইগার শিবিরে স্বস্তি

বগুড়ার শেরপুরে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত

এবার কাদের মির্জাকে বহিষ্কারে ৭ দিনের আল্টিমেটাম ভাগ্নে মঞ্জুর


জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা: শ্যামল চাকমা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে ওই তিন শিশু বাড়ির পাশে একটি ছড়ায় গোসল করতে যায়। বাড়ি ফিরে না আসায় গ্রামবাসী তাদের খুঁজতে বের হয়। পরে ছড়া থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়।

news24bd.tv আহমেদ