তাসকিন-মিরাজ ঘূর্ণিতে বিপাকে লঙ্কানরা, টাইগার শিবিরে উচ্ছ্বাস

তাসকিন-মিরাজ ঘূর্ণিতে বিপাকে লঙ্কানরা, টাইগার শিবিরে উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক

ক্যান্ডিতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে অনেকটাই বিপাকে পড়েছে লঙ্কানরা। যদিও প্রথম দিনের পাহাড় সমান রানে ভর করে এগিয়ে যাচ্ছে তারা। দিনের শুরুতেই বড় ধাক্কা পরে আবার মিরাজ-তাসকিনের ঘূর্ণিতে ২ উইকেটের পতন।

লঙ্কনাদের রানের খাতায় কিছুটা হলেও ভাটা পড়েছে।

দিনের শুরুতেই দুর্দান্ত বোলিং করা তাসকিনের ফাঁদে পড়েন থিরিমান্নে।
২৯৮ বলে ১৪০ রানের ইনিংস খেলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে বিদায় নিয়েছেন এই ওপেনার। তবে ফার্নান্দোও তুলে নিয়েছেন অর্ধশতক। থিরিমান্নের বিদায়ে ব্যাটিংয়ে নামেন এঞ্জেলো ম্যাথিউস।

তবে টিকতে পারেননি তাসকিনের গতির কাছে। মাত্র ৫ রান করেই সেই লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন সাজঘরে।

আরও পড়ুন


যে ৬ বিভাগে আজও ঝড়-বৃষ্টি হতে পারে

নাসার ফেলোশিপ অর্জন করলেন বাংলাদেশি তরুণ গবেষক সজীব

খাগড়াছড়ির পানছড়িতে পানিতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু

চাকরি দেবে ইউনাইটেড হসপিটাল


এরপর দিনের দ্বিতীয় অংশে অশাধা ফার্নান্দোকে সাজঘরে ফেরান মিরাজ। তার কিছুক্ষণ পরেই তাসকিনের বলে আউট হন পাথুম নিসঙ্কা।

পাল্লেকেলেতে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে ২০৯ রানের জুটি বেঁধে হাঁপিয়ে তুলেছিল লঙ্কান দুই ওপেনার দ্বীমুথ করুণারত্নে ও লাহিরু থিরিমান্নে। তবে শেষ সেশনে করুণারত্নেকে ১১৮ রানে ফিরিয়ে স্বস্তি ফেরান অভিষিক্ত শরিফুল ইসলাম।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ৪১১ রান।

news24bd.tv আহমেদ