ইলিশ ধরতে জেলেদের অপেক্ষা, মধ্য রাতে শেষ হচ্ছে নিষেধাজ্ঞা (ভিডিও)

Other

দীর্ঘ দুই মাসের নিষেধাজ্ঞা। তার ওপর করোনার প্রভাব। দুইয়ে মিলে দিশেহারা হয়ে পড়েছেন জেলেরা। তবে নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে।

তাই তো কাঙ্খিত প্রহরের অপেক্ষায় আছেন চাঁদপুরের জেলেরা। এরই মধ্যে সব প্রস্তুতিও সম্পন্ন করেছে তারা। গেল বছরের চেয়ে এ বছর ইলিশ উৎপাদন আরো বাড়বে এমন আশা সংশ্লিস্টদের।

জাটকা ইলিশ রক্ষায় প্রতিবছরই মার্চ-এপ্রিল এই দু’মাস নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার।

এ বছরও তার ব্যতিক্রম ছিল না। তবে নিষেধাজ্ঞা শেষ হচ্ছে শুক্রবার মধ্যরাতে।

আর তাই অপেক্ষার প্রহর গুনছেন চাঁদপুরের সরকার নিবন্ধিত ৫১ হাজার জেলে। করোনায় ঋণগ্রস্ত জেলেরা নদীতে নামার অপেক্ষায় ব্যস্ত। ইলিশ ধরাকে কেন্দ্র করে জাল, নৌকা ও ট্রলারের ইঞ্জিনসহ অন্যান্য সরঞ্জাম প্রস্তুত করছেন তারা।

আরও পড়ুন


দুবাই থেকে আসা বিমানে মিললো ২ কোটি টাকার স্বর্ণ

তাসকিন-মিরাজ ঘূর্ণিতে বিপাকে লঙ্কানরা, টাইগার শিবিরে উচ্ছ্বাস

যে ৬ বিভাগে আজও ঝড়-বৃষ্টি হতে পারে

নাসার ফেলোশিপ অর্জন করলেন বাংলাদেশি তরুণ গবেষক সজীব


স্থানীয় জনপ্রতিনিধি নীলকমল ইউনয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন সরদার বলছেন, জেলেদের সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়ায় এবার জাটকা রক্ষা কার্যক্রম শতভাগ সফল হয়েছে।

পানির গুণাগুণ ও খাদ্যের উৎপাদান অনেকটাই ভালো থাকায় অন্যান্য বছরের তুলনায় এ বছর ইলিশ উৎপাদন আরও বাড়বে বলে  মনে করেন মৎস কর্মকর্তা মো. আসাদুল বাকী।

চাঁদপুর জেলা মৎস্য অধিদফতর তথ্য মতে, ২০১৮-২০১৯ অর্থবছরে পাঁচ লাখ ৩৩ হাজার মেট্রিক টন ইলিশ উৎপাদিত হয়।

news24bd.tv আহমেদ