বাগেরহাটের মোরেলগঞ্জে দুর্বৃত্তদের ছিটানো বিষাক্ত খাবারে ২৮টি পোষা কবুতর ও ২০০ টি ঘুঘুর প্রাণ গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত নাছির উদ্দিন ফরাজী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বেলা ২টার দিকে মোরেলগঞ্জ উপজেলা সদরের উত্তর সরালিয়া গ্রামে নিষ্ঠুরতম ঘটনাটি ঘটে।
তারা গোটা কোভিডকে নিয়ে ব্যবসা করেছে: ফখরুল
আসছে তীব্র বেগে কালবৈশাখী ঝড়, বজ্র ও শিলাবৃষ্টির আশঙ্কা
ক্ষতিগ্রস্ত নাছির উদ্দিন ফরাজীর অভিযোগ, পাখি শিকারের জন্য ছিটানো বিষাক্ত খাবার খেয়ে কবুতরও মারা গেছে।
এ ব্যাপারে ব্যবস্থার কথা জানান থানার ওসি মো. মনিরুল ইসলাম। বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
news24bd.tv তৌহিদ