সমস্ত শ্রমিকের প্রতি এই কণ্ঠশ্রমিকের হৃদয় থেকে লাল সালাম

সমস্ত শ্রমিকের প্রতি এই কণ্ঠশ্রমিকের হৃদয় থেকে লাল সালাম

অনলাইন ডেস্ক

ইউএসএ থেকে একলা একলা ফিরছিলাম। এত চেষ্টা করলাম হ্যান্ড লাগেজ ছোট রাখতে, পারলামই না। এত বাক্সপেটরা দু'হাতে, কাঁধে, মনে হচ্ছিলো কোনো গ্রাম থেকে কাজ করার জন্য ট্রেনে করে ঢাকা আসছি। দুবাইয়ে নয় ঘন্টা ট্রানজিট, লাউঞ্জের প্লাটিনাম কার্ড হারিয়ে ফেলে নাজেহাল।

দুবাই নেমে বোকার মতো জবুথবু হয়ে ট্রলি ঠেলছি, হঠাৎ এক জোড়া চোখ আমাকে অনুসরণ করে সামনে এসে দাঁড়ালো। ম্যাডাম, সালাম, আপনি তো আপনিই নাকি? আমি হেসে বলি হ্যাঁ আমি আমিই। এত ক্লান্ত যে আমাকে চেনা আসলেই কষ্ট। ছেলেটি দুবাই এয়ারপোর্টে কাজ করে।

আমার সব দুরবস্থার কথা শুনে বললো চিন্তা করবেন না আমি ব্যবস্থা করছি। আরও কয়েকজন এসে গেলো।

বিস্ফোরিত নয়নে তাদের শ্রদ্ধা ভালবাসা ঝরে পড়ছে। একটা জায়গায় আমাকে তারা বসালো। আমাকে বললো এ জায়গাটা মারহাবা লাউঞ্জের মতই নির্জন। আপনি এখানে আরাম করে বসেন। সামনে নামাজের জায়গা আছে। আমরা খাবার এনে দেই। না করতে করতেই তারা অনেক খাবার, জুস, পানি এনে দিয়ে বললো আপনি কোনো চিন্তা করবেন না আমরা যথাসময়ে এসে একেবারে ফ্লাইটে উঠিয়ে দিয়ে আসবো। আমি বারবার বলছিলাম আমি পারবো, ওরা কিছুতেই নিশ্চিন্ত হতে পারছে না।


আরও পড়ুনঃ


ইফতারে প্রশান্তি পেতে বাঙ্গির শরবত

করোনা ঠেকাতে গোয়ায় চার দিনের লকডাউন

করোনা আক্রান্ত স্ত্রীকে দিয়ে ভয় দেখিয়ে পাওনা টাকা আদায়!

খেলা কি বন্ধ হয়? খেলবো মনে করলেই খেলা হবে: অনুব্রত মন্ডল


একটা সময় আমি বললাম ছবি তুলবে তোমরা? হাঁফ ছেড়ে বেঁচে হেসে দাঁড়িয়ে গেলো। বললো আমরা সাহসই পাচ্ছিলাম না! আমি বললাম শোনো তোমরা আমার দেশের সোনার ছেলে। নিজেদের অজান্তেই দেশের জন্য অকাতরে কাজ করে দেশের উন্নতি করে যাচ্ছো। আজ আমিই তোমাদের সাথে ছবি তুলবো, আসো, দাঁড়াও। তোমাদের সাথে একাত্মতা জানাতেই, তোমাদের ভালোবাসা জানাতেই, তোমাদের কৃতজ্ঞতা জানাতেই এই আমি কনকচাঁপা নিজেকে তোমাদের কাতারে দাঁড়াতেই কণ্ঠশ্রমিক পরিচয় দেই ভালোবেসে। আমি তোমাদের ভালোবাসি বাবা। আল্লাহ তোমাদের কাজ সহজ করে দেক, প্রবাস জীবন আরামের করে দেক। আশীর্বাদ বাবারা!

আজ এই মে দিবসে পৃথিবীর সমস্ত শ্রমিকদের জন্য রইলো এই কণ্ঠশ্রমিক এর হৃদয় থেকে উৎসারিত ভালোবাসা ও লাল সালাম এবং মায়ের দোয়া।

কনকচাঁপা

কন্ঠশ্রমিক

news24bd.tv / নকিব