জাপানে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প

জাপানে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প

অনলাইন ডেস্ক

জাপানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমকি ৮। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এ খবর জানিয়েছে।

ইউএসজিএস জানায়, শনিবার দেশটির উত্তর-পূর্ব উপকূলে এই কম্পন অনুভূত হয়।

  মধ্য সকালে অনুভূত হওয়া ভূমিকম্পের গভীরতা ছিল প্রশান্ত মহাসাগরের মিয়াগি প্রিফেকচারে ৪৭ কিলোমিটার গভীরে। তবে ভূমিকম্পের পর কোনো সুনামির সম্ভাবনা নেই।  


নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে নেমেছেন জেলেরা

আফগানিস্তানে বোমা হামলায় নিহত ৩০

খুলনায় সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মহানবী যে সাতটি কাজ ছেড়ে দিতে আদেশ দিয়েছেন


ইউএসজিএস এবং জাপানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের পর কোনো সুনামির সম্ভাবনা নেই। তবে সৃষ্ট ভূকম্পনে জাপানের উত্তর-পূর্ব উপকূল এবং টোকিওতে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।

প্রাথমিকভাবে ভূমিকম্পটি থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

news24bd.tv নাজিম