হাসপাতালে ভর্তি খালেদা জিয়া, বাসার সবাই করোনামুক্ত

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া, বাসার সবাই করোনামুক্ত

অনলাইন ডেস্ক

করোনা আক্রান্ত হয়ে বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তিনিসহ গুলশানের বাসা ফিরোজার সবাই করোনা আক্রান্ত ছিলো। তবে খালেদা জিয়া এখনও করোনা নেগেটিভ না হলেও তার বাসার সব কর্মীরাই করোনামুক্ত।

শনিবার (১ মে) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

এসময় তিনি বলেন, খালেদা জিয়ার বাসায় মোট ৯ জন করোনা আক্রান্ত হয়েছিলেন। এরমধ্যে আগে ৫ জনের নেগেটিভ হয়। বেগম জিয়াসহ ৪ জন পজিটিভ ছিলেন। শুক্রবার সবার রিপোর্ট নেগেটিভ এসেছে।
ওই বাসায় এখন আর কারও করোনা পজিটিভ নেই।

আরও পড়ুন


বরের বয়স ৪৩ আর কনের বয়স ১৩, অতঃপর যা ঘটল...

নির্জনতা কখনো আমাদের শূন্য হাতে ফেরায় না

কৃষকদের সহায়তা করতে শিক্ষক-শিক্ষার্থীর প্রতি আহ্বান মাউশির

ঈদের আগে সব কিছু খুলে দেয়া হলে আমাদেরও মাশুল গুনতে হবে


খালেদার জিয়া করোনামুক্ত কি না জানতে চাইলে শায়রুল কবির জানান, ম্যাডামের করোনা রিপোর্ট বা চিকিৎসকরা জানাবেন।

এর আগে গত ২৮ এপ্রিল বুধবার করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নন-কোভিড ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

news24bd.tv আহমেদ