পশ্চিমবঙ্গে লকডাউনের ঘোষণায় মদের দোকানে লম্বা লাইন

পশ্চিমবঙ্গে লকডাউনের ঘোষণায় মদের দোকানে লম্বা লাইন

অনলাইন ডেস্ক

করোনা বিপর্যস্ত ভারতে করোনা সংক্রমণের মধ্যেই প্রায় এক মাসের নির্বাচন উৎসব শেষে অবশেষে লকডাউন দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের সরকার। অনির্দিষ্টকালের জন্য এই লকডাউনের ঘোষণার পরপরই সন্ধ্যায় মদের দোকানের সামনে দেখা যায় লম্বা লাইন।

গত বছর লকডাউন ওঠার পর মদের দোকানের বাইরে ভিড় জমেছিল। একবছর পরেও যেন সেই সময়ই ফিরে এলো।

সামাজিক দূরত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মদ কিনতে দাঁড়িয়ে পড়েন সুরাপ্রেমীরা। এমনকি ভিড় নিয়ন্ত্রণে পুলিশও ডাকতে হয়েছে। লাইনে দাঁড়ানো অনেকেরই দাবি, নির্দিষ্ট সময় দোকান খোলা থাকবে। তাই আগেভাগেই লাইন দিয়ে মদ কিনে রাখছেন তারা।

পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশনা অনুযায়ী, বাজার-হাট খোলা থাকবে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত। কিছুক্ষণ বিরতি দিয়ে আরও বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত খোলা থাকবে। ওষুধের দোকান, মুদি দোকান ও নিত্যপণ্যের দোকানে ছাড় দেয়া হয়েছে।


আরও পড়ুনঃ


কলার পুষ্টিগুণ

৩ লাখ ছাড়ানোর নয় দিনের মাথায় ৪ লাখ সংক্রমণে ভারত!

করোনা আক্রান্ত স্ত্রীকে দিয়ে ভয় দেখিয়ে পাওনা টাকা আদায়!

খেলা কি বন্ধ হয়? খেলবো মনে করলেই খেলা হবে: অনুব্রত মন্ডল


এর পাশাপাশি হোম ডেলিভারি ও অনলাইন পরিসেবা চালু থাকবে। সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও বিনোদনমূলক জমায়েত ও অনুষ্ঠান আয়োজন করা যাবে না।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

news24bd.tv / নকিব