মডার্নার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মডার্নার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক

মডার্নার তৈরি কোভিড টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গতকাল শুক্রবার সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, ‘এর উদ্দেশ্য হল গুরুত্ব অনুযায়ী ওষুধ, টিকাকে যত দ্রুত সম্ভব সহজলভ্য করা। ’

দেশে দেশে টিকাদান কার্যক্রম ত্বরান্বিত করতে পঞ্চম টিকা হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেল মডার্নার টিকা। তবে এ বছরের জানুয়ারিতে ১৮ বছর বা তদূর্ধ্বদের জন্য মডার্নার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছিল ডব্লিউএইচও’র প্রতিষেধক বিষয়ক বিশেষজ্ঞ উপদেষ্টা গোষ্ঠী (এসএজিই)।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, অন্য ভ্যাকসিনের সরবরাহ নিয়ে জটিল পরিস্থিতির সৃষ্টি হওয়ায় বেশি ভ্যাকসিনের অনুমোদন জরুরি ছিল।


ওয়ানডে স্টাইলে টেস্ট ক্যারিয়ারের ৩১তম ফিফটি তুলে নিলেন তামিম

জাপানে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প

নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে নেমেছেন জেলেরা

মহানবী যে সাতটি কাজ ছেড়ে দিতে আদেশ দিয়েছেন


এদিকে, মডার্না এই সপ্তাহে ঘোষণা দিয়েছে, তারা ২০২২ সালের মধ্যে তিনশ কোটি ডোজ টিকা উৎপাদন করবে। এ লক্ষ্যে উৎপাদন ক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথাও জানায় তারা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগে থেকেই জানিয়েছে, মডার্নার টিকা ১৮ বছরের বেশি বয়সী সব মানুষকে দেয়া যায়।

news24bd.tv নাজিম