চুয়াডাঙ্গায় গোল্ডেন ক্রাউন তরমুজ চাষে আগ্রহ বাড়ছে চাষিদের

নিজস্ব প্রতিবেদক

চুয়াডাঙ্গায় বাণিজ্যিকভাবে ‘গোল্ডেন ক্রাউন’ জাতের হলুদ তরমুজ চাষ করছেন কৃষকরা। অল্প খরচে লাভ বেশি হওয়ায় এই তরমুজ চাষে আগ্রহ বাড়ছে অনেকের। বাজার দর চড়া থাকায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন এ অঞ্চলের কৃষকরা।

১০ বছর আগে চুয়াডাঙ্গার গাড়াবাড়িয়া গ্রামে ‘গোল্ডেন ক্রাউন’ ও ‘ব্লাব বেবি’ জাতের অসময়ের তরমুজের আবাদ শুরু করেন কৃষকরা।

  ধীরে ধীরে এ দুটি জাতই ছড়িয়ে পড়েছে  এ জেলায়। তবে হলুদ রঙের তরমুজ বেশ সুস্বাদু। বাজারে চাহিদাও ভাল থাকায় এ জাতের তরমুজই বেশি চাষ করছেন কৃষকরা।

কৃষকরা জানান, অসময়ের এ তরমুজটি মালচিং পদ্ধতিতে চাষ করা হয়।

এতে খরচ বেশ কম হয়। এক বিঘা জমিতে তরমুজ চাষে খরচ হয় ৪০ থেকে ৪৫ হাজার টাকা। দাম ভালো থাকলে বিঘাপ্রতি এক লাখ টাকা লাভ করা সম্ভব।

এখানকার তরমুজের মান ভাল হওয়ায় রাজধানীসহ বিভিন্ন স্থানে কিনে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা।


শ্রীলঙ্কার ইনিংস ঘোষণা, ব্যাটিংয়ে বাংলাদেশ

জাপানে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প

নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে নেমেছেন জেলেরা

মহানবী যে সাতটি কাজ ছেড়ে দিতে আদেশ দিয়েছেন


কৃষি বিভাগ বলছে, চুয়াডাঙ্গা জেলাতে এ বছর প্রায় সাড়ে তিনশ হেক্টর জমিতে অসময়ের তরমুজের আবাদ হয়েছে। এর মধ্যে গোল্ডেন ক্রাউনই বেশি।

চলতি মৌসুমে চুয়াডাঙ্গায় সাত হাজার মেট্রিকটন হলুদ তরমুজ উৎপাদন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

news24bd.tv নাজিম