যুক্তরাষ্ট্রে প্রবেশে ভারতীয়দের ওপর নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রে প্রবেশে ভারতীয়দের ওপর নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

ভারতে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটিতে করোনার নতুন নতুন ভ্যারিয়েন্ট ভাবাচ্ছে বিশ্বকে। করোনা বিস্তার ঠেকাতে তাই এবার ভারত থেকে প্রবেশের ওপর বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র।   

এক বিবৃতিতে হোয়াইট হাউজ এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আগামি ৪ মে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। হোয়াইট হাউজের প্রেস সচিব জেন সকি জানিয়েছেন, জো বাইডেন প্রশাসন সিডিসির পরামর্শ মেনে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, ‘ভারতে বিভিন্ন ধরনের যে করোনা শনাক্ত হচ্ছে তা প্রতিরোধের জন্যই এই নিষেধাজ্ঞা। ’

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা খবরে বলা হয়েছে, মার্কিন নাগরিক নন এমন যে কেউ শেষ ১৪ দিন ভারতে থাকলে যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবেন না।

তবে যুক্তরাষ্ট্রে স্থায়ী বাসিন্দা এবং তাদের পরিবার এবং কিছু বিদেশির ক্ষেত্রে ব্যতিক্রম থাকবে।

আরও পড়ুন


যে সব বিভাগ ও অঞ্চলে আজও বৃষ্টি হতে পারে

ট্রাক-পিকআপ সংঘর্ষ, ৩ সবজি ব্যবসায়ী নিহত

পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ পর্যবেক্ষণ করা হচ্ছে: আইআরজিসি

ওবায়দুল কাদের ও তার স্ত্রীর নির্দেশে ছেলে ও আমাকে হত্যার চেষ্টা চলছে: কাদের মির্জা


ইতিমধ্যে ভারতে দৈনিক সংক্রমণ ৪ লাখ ছাড়িয়ে গেছে। সারা বিশ্বে এই প্রথম কোনো একটি দেশে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ছাড়ালো।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছে ৪ লাখ ১ হাজার ৯৯৩ জন। এ নিয়ে মোট আক্রান্ত ১ কোটি ৯১ লাখ ৬৪ হাজার ৯৬৯ জন। দৈনিক আক্রান্তের নিরিখে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে বিশ্বের শীর্ষে রয়েছে ভারত।

news24bd.tv আহমেদ