ব্রাহ্মণবাড়িয়া তাণ্ডব: ইসলামী আন্দোলনের নেতা নিয়াজুলসহ গ্রেপ্তার ৬

ব্রাহ্মণবাড়িয়া তাণ্ডব: ইসলামী আন্দোলনের নেতা নিয়াজুলসহ গ্রেপ্তার ৬

অনলাইন ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের ঘটনায় জেলা ইসলামী আন্দোলনের নেতা নিয়াজুল করিমসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে চালানো পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

মাওলানা নিয়াজুল করিম ইসলামি আন্দোলন জেলা শাখার মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক ও জাতীয় শিক্ষক ফোরামের মাদ্রাসা বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি হয়ে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, সহিংসতা চালানোর দিনের ভিডিও ফুটেজ এবং ছবি দেখে অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে।

এই ঘটনায় জড়িত বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন


যুক্তরাষ্ট্রে প্রবেশে ভারতীয়দের ওপর নিষেধাজ্ঞা

যে সব বিভাগ ও অঞ্চলে আজও বৃষ্টি হতে পারে

ট্রাক-পিকআপ সংঘর্ষ, ৩ সবজি ব্যবসায়ী নিহত

পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ পর্যবেক্ষণ করা হচ্ছে: আইআরজিসি


তাণ্ডবের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় চারটি ও সরাইল থানায় দুইটি ও রেলওয়ে থানায় একটিসহ মোট ৫৬ টি মামলা হয়েছে। এ সকল মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার মানুষকে আসামি করা হয়েছে। এ সকল মামলায় এখন পর্যন্ত মোট ৩৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধীতা করে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী সমর্থকরা।

news24bd.tv আহমেদ