করোনার মধ্যেও চট্টগ্রামে ঈদ মার্কেটে উপচেপড়া ভীড় (ভিডিও)

Other

করোনার ভয়াবহতার মধ্যেও চট্টগ্রামে ঈদ মার্কেটে উপচেপড়া ভীড় ক্রেতাদের। স্বাস্থ্যবিধির কোন বালাই নেই। ফুটপাতেও জমেছে ঈদ বাজার। ক্রেতাদের রুচির সঙ্গে মানিয়ে দেশিয় বুটিকস হাউজগুলোও ঈদকে সামনে রেখে বুনন ও নকশায় এনেছে নতুনত্ব ও আধুনিকতা।

তবে ক্রেতারা বলছেন, পছন্দের পোশাক মার্কেটে থাকলেও দাম বেশি হওয়ায় হতাশ তারা।

ঈদে নতুন পোশাকের সন্ধানে করোনা ভাইরাসের ভয়াবহতার মধ্যেও থেমে নেই কেনাকাটা। চট্টগ্রামের জহুর হকার্স মার্কেট ও রিয়াজ উদ্দিন বাজার মার্কেটে সবচেয়ে বেশি ক্রেতাদের ভীড়। বেচাবিক্রি বেড়ে যাওয়ায় খুশি বিক্রেতারা।

বিদেশি পোশাকের পাশাপাশি দেশীয় পোশাকের প্রতি ক্রেতাদের আকর্ষণ থাকলেও দাম বেশি হওয়ায় হতাশ তারা। অন্যদিকে মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ ক্রেতাদের।

আরও পড়ুন


আমদানি-রপ্তানি বন্ধ সোনামসজিদ বন্দরে

ব্রাহ্মণবাড়িয়া তাণ্ডব: ইসলামী আন্দোলনের নেতা নিয়াজুলসহ গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে প্রবেশে ভারতীয়দের ওপর নিষেধাজ্ঞা

যে সব বিভাগ ও অঞ্চলে আজও বৃষ্টি হতে পারে


স্বাস্থ্যবিধি না মানায় করোনার প্রকোপ আরো বাড়ার আশংকা করছেন চিকিৎসকরা। তারা বলছেন, যেভাবে মানুষ কোন কিছুর তোয়াক্কা করছে না তাতে করোনা আরও ভয়াবহ রূপ নিতে পারে। তাই সচেতনতার কোন বিকল্প নেই।

জনপ্রিয় বিভিন্ন টিভি সিরিয়াল ও সিনেমার নামে জমকালো পোশাক এসেছে বাজারে। আর শাড়ির মধ্যে জামদানী, রাংকাট, হায়দ্রাবাদী ফ্যাশন, শিফন, জর্জেট ও কাতানের চাহিদা রয়েছে।

news24bd.tv আহমেদ