খুলনায় ভিমরুলের চাকে আগুন দিতে গিয়ে পান বরজ পুড়ে ছাই (ভিডিও)

Other

খুলনার রূপসা উপজেলার শেষ প্রান্তে ফকিরহাট সাতবাড়িয়া গ্রামে ভিমরুলের চাকে আগুন দিতে গিয়ে পান বরজ ভষ্মিভূত হয়েছে তরিকুল শেখ নামে এক প্রান্তিক চাষির। এতে প্রায় ১০ হাজার পানগাছ পুড়ে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তার।

বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে। তরিকুল জানায়, পানবরজের পাশে বিষাক্ত ভিমরুল বাসা তৈরি করেছিল।

পান বরজে কাজ করতে এলে মাঝে মধ্যে ভিমরুল কামড়ে দিতো। এ কারণে ভিমরুলের ওই চাকে আগুন দিয়েছিলো তিনি।

আরও পড়ুন


ভুয়া ফেসবুক আইডি নিয়ে বিপাকে ওবায়দুল কাদের

করোনার মধ্যেও চট্টগ্রামে ঈদ মার্কেটে উপচেপড়া ভীড় (ভিডিও)

আমদানি-রপ্তানি বন্ধ সোনামসজিদ বন্দরে

ব্রাহ্মণবাড়িয়া তাণ্ডব: ইসলামী আন্দোলনের নেতা নিয়াজুলসহ গ্রেপ্তার ৬


কিন্তু ওই আগুনের ফুলকি বাতাসে এসে পড়ে তারই পান বরজের ওপর। মুহূর্তেই আগুন লেগে তার ১০ কাঠা পান বরজ সম্পূর্ণ ভস্মিভূত হয়।

করোনাকালে আয়ের পথ পান বরজ পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে গেছেন বলেও দাবি চাষি তরিকুল শেখের।

news24bd.tv আহমেদ