যে দেশে পুলিশ-পুলিশে প্রেম ও বিয়ে নিষিদ্ধ

যে দেশে পুলিশ-পুলিশে প্রেম ও বিয়ে নিষিদ্ধ

অনলাইন ডেস্ক

বিশ্বের প্রতিটি দেশে শৃঙ্খলা বজায় রাখতে সরকার পুলিশের ওপর নির্ভর করে। আর সেই পুলিশের মধ্যেই অপরাধ প্রবণতা বেড়ে গেলে দেশের শৃঙ্খলা ফেরাতে কিছুটা বিপাকে পড়ে সরকার। পুলিশের মধ্যে অপরাধ প্রবণতা কমাতে পুলিশ-পুলিশে প্রেম-বিয়ে নিষিদ্ধ করতে যাচ্ছে কেনিয়া। কারণ দেশটিতে পুলিশ-পুলিশে প্রেম ও বিয়ের কারণে বাহিনীটির ভেতরে অপরাধের মাত্রা বেড়েছে।

কেনিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিলে পুলিশ-পুলিশের মধ্যে প্রেম-বিয়ে নিষিদ্ধ করতে নতুন সিদ্ধান্ত অনুমোদন পেতে যাচ্ছে।

পুলিশ কর্মকর্তাদের মধ্যে প্রেম-বিয়ে নিষিদ্ধ ঘোষণা করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রেড ম্যাটিয়াং একটি পুলিশ কলেজের অনুষ্ঠানে বলেন, পুলিশ কর্মকর্তাদের অপরাধ প্রবণতা কমানোর লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমাদের সেনাবাহিনীতে কর্মরত বিভিন্ন পদের কর্মকর্তাদের মধ্যেও এমন সম্পর্ক স্থাপন নিষিদ্ধ করা হয়েছে অনেক আগেই।

তিনি আরও বলেন, গত কয়েক মাসে কেনিয়ায় পুলিশ কর্মকর্তাদের মধ্যে স্বামী বা স্ত্রীকে হত্যার ঘটনা বেড়ে গেছে।

এছাড়া নারী পুলিশ কর্মকর্তাদের যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। তাই পুলিশ কর্মকর্তারা তাদের অধীন কারও সঙ্গে প্রেম বা বিয়ে করতে পারবেন না। প্রেম বা বিয়ে হলেই তাদের একজনকে চাকরি ছাড়তে হবে।

news24bd.tv/আলী