আবারও ক্ষমতার পথে মমতা!

আবারও ক্ষমতার পথে মমতা!

অনলাইন ডেস্ক

আবারও বাংলার মসনদে বসছে মমতা বন্দোপাধ্যায়। এখন পর্যন্ত এগিয়ে আছে মমতার তৃণমূল। রোববার সকাল থেকে গণনা শুরু হওয়ার পর থেকেই মমতার এগিয়ে যান।

সকালে পোস্টাল ব্যালটে প্রথমে গণনা শুরু হয়।

তাতে সকাল ৯টা পর্যন্ত ৭৯টি আসনে এগিয়ে তৃণমূল। বিজেপি এগিয়ে ৭৩টি আসনে। বাম-কংগ্রেস এবং ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সংযুক্ত মোর্চা এগিয়ে রয়েছে ৪টি আসনে।

আগে থেকেই আভাস পাওয়া যাচ্ছিলো হাড্ডাহাড্ডি লড়াইয়ের।

পোস্টাল ব্যালটের গণনা অনুযায়ী, এ বারের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন নন্দীগ্রামে এগিয়ে রয়েছে তৃণমূল। খড়্গপুর সদর, করণদিঘি, হেমতাবাদ, বারুইপুর পূর্ব এবং পশ্চিমেও এগিয়ে রয়েছে তৃণমূল। ঘাটালে এগিয়ে বিজেপি। রায়গঞ্জ এবং কৃষ্ণনগরেও এগিয়ে বিজেপি।

আরও পড়ুন


চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান জে-২০, যা মার্কিনীদের ভয়ের কারণ

আজ থেকে ৩৫ লাখ পরিবার পাবে প্রধানমন্ত্রীর সহায়

সিলেটে ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৫ জন নিহত

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৩২ লাখ


প্রবীণ, অসুস্থ মানুষ এবং ভোটকর্মীরাই মূলত পোস্টাল ব্যালটে ভোটদান করেন। আর তার নিরিখেই একেবারে গায়ে গায়ে তৃণমূল এবং বিজেপি। তবে পোস্টাল ব্যালটের হিসেব দেখে ভোটের ফলাফল বোঝা সম্ভব নয় বলেই মত ভোট বিশেষজ্ঞদের। যদিও এই পোস্টাল ব্যালট খানিকটা হলেও আত্মবিশ্বাস জোগাচ্ছে তৃণমূলকে।

news24bd.tv আহমেদ

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর