খুলনায় ক্রসিংয়ের সময় ট্রেন-ট্রাকের সংঘর্ষ, আহত ২

খুলনায় ক্রসিংয়ের সময় ট্রেন-ট্রাকের সংঘর্ষ, আহত ২

Other

খুলনার খানজাহান আলী থানার আফিল গেট রেলক্রসিংয়ে ট্রেনের ইঞ্জিন ও ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে ট্রাকটি রেললাইন থেকে ছিটকে পড়ে ধুমড়েমুচড়ে গেছে। সংঘর্ষে ট্রাকের চালক এবং হেলপার গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন, ট্রাক চালক ঝিনাইদহের রঘুনাথপুর গ্রামের ইউনুস আলী (৩৫) এবং হেলপার একই এলাকার মো. হাসান (২৭)।

তাদেরকে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ট্রাকটি মোংলা থেকে সিমেন্ট বোঝাই করে নিয়ে যশোরের দিকে যাচ্ছিলো। আফিল গেট রেলক্রসিং এলাকায় পৌঁছালে যশোর থেকে খুলনাগামী একটি ট্রেনের ইঞ্জিন চলে আসে।

এসময় ট্রাকটি রেল ক্রসিংয়ের সিগন্যাল অমান্য করে পাশ কেটে যাওয়ার চেষ্টা করে।

আরও পড়ুন


ইরানের তেল খাতের নিষেধাজ্ঞা প্রত্যাহারে নীতিগত সমঝোতা

আবারও ক্ষমতার পথে মমতা!

চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান জে-২০, যা মার্কিনীদের ভয়ের কারণ

আজ থেকে ৩৫ লাখ পরিবার পাবে প্রধানমন্ত্রীর সহায়


এ অবস্থায় ট্রেনের ইঞ্জিন বন্ধ করে দেয়া হয়। তবে গতিশীল থাকায় ইঞ্জিন ও ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে ট্রাকটি উল্টে গেটম্যানদের বসবাস করা ঘরের উপর গিয়ে পড়ে। পরে খানজাহান আলী থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি টিম এসে ট্রাকটি উদ্ধার করে।

news24bd.tv আহমেদ