ফেলে রাখা ট্রাকে মিললো ২ লাখ ৪০ হাজার টিকা

ফেলে রাখা ট্রাকে মিললো ২ লাখ ৪০ হাজার টিকা

অনলাইন ডেস্ক

ভারতে প্রতিদিনই ভাঙছে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড। দেশটিতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে করোনাবিধি মেনে চলার পাশাপাশি টিকাকরণের ওপরে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।

এই পরিস্থিতিতে মধ্যপ্রদেশে রাস্তার পাশে ফেলে রাখা একটি ট্রাকে পাওয়া গেল কোভ্যাক্সিনের ২ লাখ ৪০ হাজার ডোজ।

শনিবার মধ্যপ্রদেশের নরসিংহপুর জেলার করেলি বাসস্ট্যান্ডের কাছেই ট্রাকটির সন্ধান পাওয়া যায়।

করেলি থানার সাব ইনস্পেক্টর আশিস বোপাচে জানান, ওই টিকাগুলোর আনুমানিক মূল্য ৮ কোটি টাকা। এরপর চালকের ফোনের লোকেশন অনুসন্ধান করা হয়। তা মেলে হাইওয়ের ধারে একটি ঝোপের মধ্যে।

পুলিশ জানায়, দীর্ঘ সময় ধরে একটি ট্রাক সেখানে দাঁড়িয়ে রয়েছে যাতে চালক বা সহকারী কেউই নেই, এমন খবর পেয়ে তল্লাশি চালায় তারা। দেখা যায় ট্রাকের মধ্যে অসংখ্য বাক্সভর্তি করোনার টিকা।


আরও পড়ুনঃ


৩ লাখ ছাড়ানোর নয় দিনের মাথায় ৪ লাখ সংক্রমণে ভারত!

শপিংয়ে না যাওয়ার ঘোষণা দিয়ে পরদিন কিনলেন নতুন গাড়ি

ভারত থেকে অস্ট্রেলিয়া প্রবেশ সাময়িকভাবে অবৈধ, জেল-জরিমানার বিধান

উত্তর কোরিয়ায় সস্তায় চিকিৎসা সরঞ্জাম ক্রয়: কর্মকর্তার মৃত্যুদণ্ডসহ তিন প্রজন্মের শাস্তি


ট্রাকটি শীতাতপ নিয়ন্ত্রিত থাকায় টিকার ডোজগুলো নিরাপদে রয়েছে। দেশের বিভিন্ন রাজ্যে যখন টিকার জন্য হাহাকার তখন ট্রাকভর্তি ভ্যাক্সিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে অবাক আর বিষ্মিত সকলেই।

news24bd.tv / নকিব