দুই মাদ্রিদের জয়ে তিনে বার্সা

দুই মাদ্রিদের জয়ে তিনে বার্সা

অনলাইন ডেস্ক

শনিবার রাতে লা-লীগায় ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নেমে জয় পেয়েছে মাদ্রিদের দুই দল অ্যাটলেটিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদ। দুই দলের জয়ে পয়েন্ট টেবিলের কোন পরিবর্তন আসেনি। ফলে শীর্ষ চারটি দলের জন্যই চ্যাম্পিয়ন হবার সুযোগ থাকছে।

এলচের মাঠে খেলতে গিয়ে ১-০ গোলের ব্যবধানে জিতেছে অ্যাটলেটিকো।

গোলটি করেন মার্কোস লরেন্ত। অফসাইডের কারণে লুইস সুয়ারেজের গোল বাতিল না হলে ব্যবধান আরও বাড়তে পারতো। শেষদিকে পেনাল্টি পেলেও সমতা ফেরাতে পারেনি এলচে।

অন্য ম্যাচে নিজেদের ঘরের মাঠে ওসাসুনাকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল।

ধারণা করা হচ্ছিল গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়বে দুই দল। কিন্তু ম্যাচের ৭৬ ও ৮০ মিনিটে দুই গোল পেয়ে যায় রিয়াল। রিয়ালের দুই ডিফেন্ডার এডের মিলিটাও ও ক্যাসেমিরো গোল দুটি করেন। জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকেই মাঠ ছাড়ে জিনেদিন জিদানের শিষ্যরা।


আরও পড়ুনঃ


ফেলে রাখা ট্রাকে মিললো ২ লাখ ৪০ হাজার টিকা

শপিংয়ে না যাওয়ার ঘোষণা দিয়ে পরদিন কিনলেন নতুন গাড়ি

ভারত থেকে অস্ট্রেলিয়া প্রবেশ সাময়িকভাবে অবৈধ, জেল-জরিমানার বিধান

উত্তর কোরিয়ায় সস্তায় চিকিৎসা সরঞ্জাম ক্রয়: কর্মকর্তার মৃত্যুদণ্ডসহ তিন প্রজন্মের শাস্তি


এ ফলাফলে ৩৪ রাউন্ড শেষে ২৩ জয়, ৭ ড্রয়ে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো। অন্যদিকে ২২ জয় ও ৮ ড্রয়ে পাওয়া ৭৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ।

দুই মাদ্রিদের চেয়ে একটি করে ম্যাচ কম খেলেছে বার্সেলোনা ও সেভিয়া। টেবিলের তিন নম্বরে থাকা বার্সেলোনার সংগ্রহ ২২ জয় ও ৫ ড্রয়ে ৭১ পয়েন্ট। সেভিয়ার ঝুলিতে রয়েছে ২২ জয় ও ৪ ড্রয়ে ৭০ পয়েন্ট।

news24bd.tv / নকিব