৯ বছর পর লীগে জুভেন্টাস রাজত্বের অবসান

৯ বছর পর লীগে জুভেন্টাস রাজত্বের অবসান

অনলাইন ডেস্ক

দীর্ঘ ১১ মৌসুম পর ইতালিয়ান সিরি আ'র শিরোপা জেতার খুব কাছাকাছি ইন্টার মিলান। লীগ শিরোপা জিততে আর মাত্র এক পয়েন্ট প্রয়োজন তাদের। শনিবার রাতে ক্রোতোনকে ২-০ গোলে হারিয়ে নিজেদের শিরোপা থেকে হাত বাড়ানো দূরত্বে অ্যান্তনিও কন্তের দল।

যার ফলে শেষ হয়ে গেছে সিরি আ'র টানা নয়বারের চ্যাম্পিয়ন জুভেন্টাসের সকল গাণিতিক সম্ভাবনাও।

প্রতিপক্ষের মাঠে খেলা ম্যাচটিতে একের পর এক আক্রমণ করেছে ইন্টার। কিন্তু প্রত্যাশামাফিক গোল তারা পায়নি। প্রথমার্ধ গোলশূন্য কাটার পর দ্বিতীয়ার্ধে ৬৯ মিনিটের সময় প্রথম গোলটি করেন ক্রিশ্চিয়ান এরিকসেন। ম্যাচের শেষ মুহূর্তে আশরাফ হাকিমির গোলে ২-০ গোলের সহজ জয় পায় ইন্টার।

লিগের ৩৪ ম্যাচ শেষে ২৫ জয় ও ৭ ড্রয়ে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ইন্টার। দুই নম্বরে থাকা এসি মিলানের সংগ্রহ ৩৪ ম্যাচে ৬৯ পয়েন্ট। ফলে তারা শেষ চার ম্যাচ জিতলেও ইন্টারের ৮২ পয়েন্ট টপকাতে পারবে না।


আরও পড়ুনঃ


ফেলে রাখা ট্রাকে মিললো ২ লাখ ৪০ হাজার টিকা

শপিংয়ে না যাওয়ার ঘোষণা দিয়ে পরদিন কিনলেন নতুন গাড়ি

ভারত থেকে অস্ট্রেলিয়া প্রবেশ সাময়িকভাবে অবৈধ, জেল-জরিমানার বিধান

উত্তর কোরিয়ায় সস্তায় চিকিৎসা সরঞ্জাম ক্রয়: কর্মকর্তার মৃত্যুদণ্ডসহ তিন প্রজন্মের শাস্তি


কিন্তু গাণিতিকভাবে আশা রয়েছে তিন নম্বরে থাকা আটলান্টার। তাদের ঝুলিতে রয়েছে ৩৩ ম্যাচে ৬৮ পয়েন্ট। শেষ পাঁচ ম্যাচ জিতলে আটলান্টার পয়েন্টে বেড়ে হবে ৮৩। সেক্ষেত্রে ইন্টার নিজেদের বাকি সব ম্যাচ হারলে সুযোগ থাকবে আটলান্টার।

এদিকে ইন্টারের সবশেষ জয়ে সকল আশা শেষ হয়ে গেছে সিরি আ'র টানা নয়বারের চ্যাম্পিয়ন জুভেন্টাসের। ৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে তারা রয়েছে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে। শেষের পাঁচ ম্যাচ জিতলেও ইন্টারকে টপকাতে পারবে না তুরিনের ওল্ড লেডিরা।

news24bd.tv / নকিব